ছত্তীসগঢ়ে CRPF ক্যাম্পে সহকর্মীর গু’লি’তে নি’হ’ত বাংলার জওয়ান - Bangla Hunt

ছত্তীসগঢ়ে CRPF ক্যাম্পে সহকর্মীর গু’লি’তে নি’হ’ত বাংলার জওয়ান

By Bangla Hunt Desk - November 11, 2021

সদ্য ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন সিআরপিএফের (CRPF) ছত্রিশগড়ের (Chhattisgarh) সুখমায়, ৫০ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত রাজীব মন্ডল (Rajib Mandal))। প্রায় এক মাস আগে বাড়িতে ছুটি কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দেন তিনি। কিন্তু নিয়তির এমন ফের, এবারেও বাড়ি ফিরবেন, তবে নি’থ’র শরীরে। ছত্তীসগঢ়ের সুকমায় (Sukma) সিআরপিএফ ক্যাম্পে সহকর্মী জওয়ানের গুলি*তে মৃ*ত ৩২ বছর বয়সি রাজীবের মৃ*ত্যুর খবর পেতেই শোকস্তব্ধ গোটা পরিবার।

বাড়িতে বাবা, মা, স্ত্রী, দুই মেয়ে এবং দুই ভাইকে নিয়ে সংসারে যেন বজ্রাঘাত। ২০১০ সালে সিআরপিএফ-এ যোগ দিয়েছিলেন রাজীব। প্রথম পোস্টিংই ছিল কাশ্মীরে। যে কাশ্মীরে সিআরপিএফ-জ*ঙ্গি লড়াই লেগেই থাকত। কিন্তু প্রাণে বেঁচেছিলেন তিনি সেখানে। কিন্তু সহকর্মীর গু*লিতে এভাবে প্রা*ণ হারানো যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। এক মাস আগে ছুটি কাটিয়ে কাজে ফেরার ছেলের আজীবন ছুটিতে শোক ভীড় করেছে মন্ডল পরিবারে। ঘটনার খবর জানাজানি হতেই আজ সকাল থেকেই রাজীব মণ্ডলের বাড়িতে শোকের আবহ। প্রসঙ্গত, সকালে রাজীবের দাদার কাছে ফোন আসে, তাঁকে জানানো হয়, গু*লি চালাতে গিয়ে শ*হিদ হয়েছেন তাঁর ভাই। তারপর থেকেই বাড়িতে এলাকার মানুষের ভিড় জমতে শুরু করে।

ছত্তীসগঢ়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন ৫০ নম্বর ব্যাটেলিয়নের চার জওয়ান।গুলিতে জখম আরও ৩ জন জওয়ান। এই ঘটনায় সুকমার মারাইগুড়া থানা এলাকায় লিঙ্গমপল্লি ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) ক্যাম্পে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গু*লি চালিয়ে দেন। রাজ্যের বস্তার অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি আজ বলেছেন যে, জেলার লি*ঙ্গ*মপল্লি গ্রামে সিআরপিএফের ৫০ তম ব্যাটেলিয়নের শিবিরে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গু*লি চালান। তিনি জানিয়েছেন, এই ঘটনায় চার জওয়ানের মৃত্যু হয়েছে। জ*খম হয়েছেন আরও তিন জন। এই চার জওয়ানের মধ্যে একজন হলেন রাজীব মন্ডল।

সুন্দররাজ বলেছেন, পুলিশের কাছে খবর এসেছে যে, আজ ভোর সাড়ে তিনটি নাগাদ জওয়ানদের নিজেদের মধ্যে বচসার মধ্যেই এক জওয়ান একে-৪৭ রা*ই*ফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে গু*লি চালিয়ে দেন। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় চার জওয়ানের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর