কবে থেকে শুরু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক? দেখে নিন নির্ঘণ্ট - Bangla Hunt

কবে থেকে শুরু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক? দেখে নিন নির্ঘণ্ট

By Bangla Hunt Desk - November 01, 2021

২০২২ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষিত হল। বুধবার বিকেলে যৌথ সাংবাদিক বৈঠকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়।

জানানো হয়েছে আগামী ৭ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৬ মার্চ। ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা হবে বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত। ডিসেম্বরে হতে পারে টেস্ট। ৭ মার্চ প্রথম ভাষা, ৮ মার্চ দ্বিতীয় ভাষা, ৯ মার্চ ভূগোল, ১১ মার্চ ইতিহাস, ১২ মার্চ জীবনবিজ্ঞান, ১৪ মার্চ অঙ্ক, ১৫ মার্চ ভৌতবিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর