আত্রাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার - Bangla Hunt

আত্রাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

By Bangla Hunt Desk - October 25, 2021

বালুরঘাটঃ গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই নদীর হালদারপাড়া ঘাটে পরিবারের সাথে স্নান করতে গিয়ে আত্রাি নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় আজ রায়গঞ্জ থেকে আসা বিশেষ একটি ডুবুরি টিম নেমে ওই যুবকের তল্লাশি চালায়। বেশ কিছুক্ষণ তল্লাশি করবার পর। ওই যুবকের মৃতদেহটি নদীগর্ভ থেকে উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়,মৃত ওই যুবকের নাম অরিজিৎ মজুমদার। বয়স 20 বছর। বাড়ি বালুরঘাট থানার বিবেকানন্দপল্লী এলাকায়। এলাকাবাসীদের দাবি আত্রাই নদীতে বারো মাস জল থাকার কারণে এমন সমস্যা প্রায়ই হয়। কিন্তু কোন মানুষ তলিয়ে গেলে তা খুঁজে পাওয়ার অতিসত্বর সম্ভব হয় না। সেই কারণে স্থানীয়দের দাবি এই ধরনের বিশেষ ডুবুরি টিম দক্ষিণ দিনাজপুর জেলায় স্থায়ীভাবে যেন রাখা হয়। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি করেছে এই ধরনের ডুবুরি টিম বালুরঘাট শহরে উপস্থিত থাকলে মৃত্যুর সংখ্যাটাও খানিকটা কমবে বলে মনে করছেন তারা। তাদের দাবি দ্রুত দক্ষিণ দিনাজপুর জেলায় একটি ডুবুরির টিম রাখা হোক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর