উপনির্বাচনে বিজেপি ৪-০ তে হারবে, গ্যারান্টি BJP নেতার - Bangla Hunt

উপনির্বাচনে বিজেপি ৪-০ তে হারবে, গ্যারান্টি BJP নেতার

By Bangla Hunt Desk - October 25, 2021

বাংলা হান্ট ডেক্সঃ কাটোয়ার গাঁইঘাটে BJP-এর দইয়ের হাঁড়ি ভেঙেছে।’ মুর্শিদাবাদ জেলার কাটোয়ার দাঁইহাটে BJPর সাংগঠনিক সভাতে হাতাহাতির ঘটনা প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দলকে এককাট্টা করতে না পারলে সামনের উপনির্বাচনে আবারও ৪-০তে হারবে বিজেপি। আমি গ্যারান্টি দিয়ে বলছি আবার হারবে। নির্বাচনের নির্দিষ্ট দিনের আগেই জানিয়ে দেব কোথায় কত ভোটে হারবে।”

আরো পড়ুন- পেল্লায় আকারের মাছ নিয়ে হইচই সুন্দরবনে

এদিন জয় বন্দ্যোপাধ্যায় সরব হন বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতির ঘটনা নিয়ে। তাঁর কথায়, ‘বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনে যে মারপিটের ঘটনা ঘটেছে তা সত্যি লজ্জাজনক। তারা এসে কী দেখলেন, কর্মীরা একে অপরের গায়ে হাত তুলছেন থাপ্পড় মারছেন।’ এতে আসলে দলের নেতাদের কাছেই নয়, মানুষের কাছে নেগেটিভ বার্তা গেল।

জয় বন্দ্যোপাধ্যায়ের সাফ অভিযোগ, ‘বিজেপিতে কিছু রাজ্য নেতা লোভী হয়ে গিয়েছেন। আর কিছু নেতা আছেন যারা বিভিন্ন জেলাতে নিজেদের কিছু চর ঢুকিয়ে রেখেছেন, যারা দলের অভ্যন্তরের সব খবর তাদের দেন। এই সব নেতারাই রাজ্য সরকারের হয়ে কাজ করে দলটাকে ডুবিয়ে দিচ্ছেন।’ একইসঙ্গে ভোটের পর যে সমস্ত জায়গায় বিজেপি কর্মীরা হিংসার শিকার হয়েছেন, সেখানে কোনও রাজ্য নেতাকে দেখা যায়নি। তাঁর কথায়, ‘দলে এমন নেতাও আছেন, হেরে যাওয়ার পর কর্মীদের দিকে ঘুরেও তাকান না।’ এ প্রসঙ্গে নিজের সঙ্গে তুলনা টানলেন তিনি। বলেন, ‘উলুবেড়িয়া লোকসভায় আমি হেরে যাওয়ার পর কর্মীদের পাশে ছিলাম। তাঁরা যাতে হামলার শিকার না হন, তা নজর রেখেছিলাম। এখন সেটা কেউ করেন না।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর