পেল্লায় আকারের মাছ নিয়ে হইচই সুন্দরবনে, দাম উঠল ৫০ লাখ - Bangla Hunt

পেল্লায় আকারের মাছ নিয়ে হইচই সুন্দরবনে, দাম উঠল ৫০ লাখ

By Bangla Hunt Desk - October 25, 2021

পেল্লায় আকারের মাছ নিয়ে হইচই সুন্দরবনে। রবিবার সকালে গোসাবা থানার অন্তর্গত সোনাগাঁ গ্রামের মৎস্যজীবি বিকাশ বর সুন্দরবন এলাকা থেকে এক সুবিশাল তেলিয়া ভেটতি প্রজাতির মাছ ধরেন। মাছটির ওজন প্রায় ৭৮.৬০০ কিলো গ্রাম।

সুন্দরবনে ৭৮ কেজি তেলিয়া ভেটকি
৪৫ হাজার টাকা প্রতি কেজি বিক্রি
কিনলেন কলকাতার এক ব্যবসায়ী

মাছটির দাম প্রায় ৫০ লক্ষের অধিক। মাছটি ক্যানিংএর মাছের আরতে আনলে মাছ ব্যবসায়ীদের হিড়িক পরে যায় মাছটি কেনার জন্য। নিলামে মাছটির প্রত্যেক কেজির দাম ওঠে প্রায় ৪৫ হাজার টাকা। মাছটির মাত্রাতিরক্ত দাম হওয়ার কারণ এই প্রজাতির মাছের পটকা থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর