মোবাইল চুরি করতে গিয়ে গণধোলাই খেলো কিশোর - Bangla Hunt

মোবাইল চুরি করতে গিয়ে গণধোলাই খেলো কিশোর

By Bangla Hunt Desk - October 25, 2021

বালুরঘাটঃ রবিবার সতসকালে ভরা বাজারে মোবাইল চুরি করতে গিয়ে গণধোলাই খেলো এক চোর। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পাওয়ার হাউস বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকদিন ধরেই মোবাইল চুরির ঘটনা ঘটছে। রবিবার সকালে বাজার করতে আসা মানুষের পকেট থেকে মোবাইল চুরি করে। তারপর তার সহযোগীকে চুরি করা মোবাইল দেওয়ার সময় বাজারের লোকেদের কাছে হাতে না হাতে ধরা পড়ল। স্থানীয় বাসিন্দারা চোরটিকে ল্যাম্পপোস্টে বেঁধে বালুরঘাট থানায় পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে চোরটিকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর