উপনির্বাচনের আগে জনশূন্য শুভেন্দুর সভা, প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপি নেতা - Bangla Hunt

উপনির্বাচনের আগে জনশূন্য শুভেন্দুর সভা, প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপি নেতা

By Bangla Hunt Desk - October 23, 2021

শান্তিপুরঃ উপনির্বাচনের আগে কর্মীশূন্য শুভেন্দু অধিকারীর জনসভা। বিষয়টি নিয়ে প্রশ্ন করা মাত্রই মেজাজ হারালেন BJP নেতা শুভেন্দু অধিকার। উপনির্বাচনের আগে শুক্রবার শান্তিপুরে এক জনসভার আয়োজন করেছিল স্থানীয় BJP কর্মীরা। এদিন শান্তিপুর উপনির্বাচনের BJP প্রার্থী নীলাঞ্জনা বিশ্বাসের সমর্থনে ওই জনসভার আয়োজন করা হয়েছিল। এদিন প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জেলার প্রথম সারির নেতৃত্ব।

আরো পড়ুন- বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় আজ গোটা বিশ্বের ৭০০ টি মন্দিরে এক সঙ্গে প্রতিবাদ

শুক্রবার নদিয়ার শান্তিপুরের জনসভায় দলীয় কর্মী ও সমর্থকদের বসার যথেষ্ট বন্দোবস্ত থাকলেও বেশিরভাগ আসনই ছিল ফাঁকা৷ কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি বিধায়ক৷ সেই সময়েই একজন সাংবাদিক শুভেন্দুর কাছে জানতে চান, আগে বিজেপির সভায় এত ভিড় হত, তাহলে এদিন কেন সভা ভরল না? সাংবাদিকদের এই প্রশ্ন শুনেই চটে যান শুভেন্দু৷ তিনি জানতে চান কোন চ্যানেলের লোক? এরপরে নিজেই “চটি চাটা চ্যানেল’’ বলে কটাক্ষ করেন রাজ্যে বিরোধী দলনেতা৷ এহেন পরিস্থিতিতে শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে শুভেন্দু বলেন, ”কোভিড বিধি মেনে এক হাজারের বেশি মানুষ নিয়ে সভা করা যায় না। এই সভায় এক হাজারের বেশি মানুষ ছিল।”

যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন BJP-র জনসভায় একেবারেই লোক হয়নি। এমনকী মঞ্চের সামনের অংশও ভরাতে নাকি হিমশিম খেতে হয়।

তবে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”শুভেন্দু অধিকারী যে অহংকার নিয়ে কথা বলছেন, তা থেকে এটা স্পষ্ট যে অতি শীঘ্রই রাজ্য থেকে সাফ হয়ে যাবে বিজেপি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারেন। ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করে তাঁদেরকে মানুষ ফের একবার প্রত্যাখ্যান করবে।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর