বাংলাদেশ সরকারের নয়া শুল্কনীতি নিয়ে বিপাকে ভারতীয় চাল রপ্তানীকারীরা - Bangla Hunt

বাংলাদেশ সরকারের নয়া শুল্কনীতি নিয়ে বিপাকে ভারতীয় চাল রপ্তানীকারীরা

By Bangla Hunt Desk - October 23, 2021

বালুরঘাটঃ ভারত থেকে বাংলাদেশে চাল বৈদেশিক বানিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নয়া শুল্কনীতি নিয়ে বিপাকে ভারতীয় চাল রপ্তানীকারীরা। দ্রুত পুরনো হারে শুল্ক দিয়ে সীমান্তে দাঁড়িয়ে থাকা চাল ভর্তি লরি গুলি কে বাংলাদেশে পাঠানোর আবেদন নিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ চাল রপ্তানীকারিরা।না হলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন রপ্তানীকারিরা।

বাংলাদেশ সরকারের গৃহীত নতুন নিয়ম অনুযায়ী আগামী নভেম্বর মাসের 1 তারিখ থেকে বাংলাদেশে রপ্তানি করার জন্য যে চাল পাঠানো হবে তার ওপর 61% কর ধার্য করা হয়েছে যা আগে ছিলো মাত্র 25% আর এই নতুন নিয়মের সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুরের চাল রপ্তানিকারকরা। শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার রাহুল দে’র সঙ্গে তারা দেখা করে দাবি করেন চালের গাড়ি যেগুলো আটকে রয়েছে হিলি সীমান্তে লরির লাইনে আটকে রয়েছে। সেগুলিকে লাইন থেকে বের করে দ্রুত হিলি স্থল বন্দরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। যাতে ১ নভেম্বরের আগেই গাড়িগুলি ওপারে গিয়ে তাদের প্রয়োজনীয় কাজ সেরে ভারতে ফিরে আসতে পারে।তবেই একমাত্র বিপুল ক্ষতির মুখ থেকে তাদের ফিরে পাবার পথ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর