বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় আজ গোটা বিশ্বের ৭০০ টি মন্দিরে এক সঙ্গে প্রতিবাদ - Bangla Hunt

বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় আজ গোটা বিশ্বের ৭০০ টি মন্দিরে এক সঙ্গে প্রতিবাদ

By Bangla Hunt Desk - October 23, 2021

বাংলা হান্ট ডেক্সঃ গত ১৫ অক্টোবর বাংলাদেশের নোয়াখলিতে (Noakhali) ইস্কন (ISKCON) মন্দিরে হামলার ঘটনায় গোটা বিশ্বজুড়ে নিন্দা, সমালোচনার ঝড় উঠেছে। একের পর এক সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা তাদের বাড়ি , মন্দির ,পূজা মন্ডপ ভাঙচুর করা হচ্ছে। নোয়াখালীতে ইসকন মন্দিরে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে তাতে ৩জন ভক্তের প্রাণহানি হয়েছে।ভারতেও বহু জায়গায় এর প্রতিবাদ জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝর উঠেছে।

আরো পড়ুন- এদিকে বাংলাদেশের হিন্দুের উপর হামলা , আর ওদিকে দিদি পাঁচদিন ধরে মুখে কুলুপ এঁটেছে’,- মমতাকে কটাক্ষ দিলীপের

এবার আজ, শনিবার বিশ্বের ১৫০টি দেশে ৭০০টি ইস্কন মন্দির চত্বরে নোয়াখালি কাণ্ডের প্রতিবাদ হচ্ছে। দুর্গাপুজোর অষ্টমীর দিন থেকে বাংলাদেশ কার্যত জ্বলছে৷ অশান্তি প্রথম শুরু হয় সেখানকার কুমিল্লা জেলায়৷ তার পর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়৷

কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন – বিশ্বের অনেক জায়গায় প্রতিবাদ চলছে। আমরা আজ একদিনের প্রতিবাদ ও প্রার্থনা সভা করছি বাংলাদেশের ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে। আজ ২৩শে অক্টোবর সারা বিশ্বের (প্রায় ১৫০ টি দেশের ) ৭০০টি ইসকন মন্দিরে এবং বিভিন্ন স্থানে এই প্রতিবাদ সভা চলছে। এর আগে তিনি জানিয়েছিলেন বাংলাদেশের এই অবস্থায় সেই দেশের হিন্দুদের পাশে দাঁড়াতে সেখানে যাবে কলকাতা ইসকনের প্রতিনিধি দল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর