পৃথিবীতে এই প্রথম, শুকরের কিডনি বসানো হল মানুষের শরীরে - Bangla Hunt

পৃথিবীতে এই প্রথম, শুকরের কিডনি বসানো হল মানুষের শরীরে

By Bangla Hunt Desk - October 21, 2021

এক কথায় বলতে গেলে অসাধ্য সাধন করলেন বিজ্ঞানীরা। পৃথিবীতে এই প্রথম কোন পশুর কিডনি মানুষের শরীরে বসানো হলো। আমেরিকার নিউইয়ার্কে ব্রেন ডেথ এক রোগীর শরীরে বসানো হলো শূকরের কিডনি। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রপ্রচার 100% সফল। মানুষের শরীর শূকরের কিডনি গ্রহন করেছে। প্রতিস্থাপন কিডনি তার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে।

আরো পড়ুন- এদিকে বাংলাদেশের হিন্দুের উপর হামলা , আর ওদিকে দিদি পাঁচদিন ধরে মুখে কুলুপ এঁটেছে’,- মমতাকে কটাক্ষ দিলীপের

নিউ ইয়র্কের এনওয়াইইড ল্যানগন হেলথ ট্রানসপ্লান্ট ইনস্টিটিউট হাসপাতাল পৃথিবীতে এই প্রথম কোন মানুষের দেহে পশুর কিডনি প্রতিস্থাপন হল। অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসকরা জানিয়েছেন, সদ্য প্রতিস্থাপিত কিডনি তার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে। ইনস্টিটিউটের ডিরেক্টর চিকিৎসক রবার্ট মন্টোগোমারি জানিয়েছেন, শূকরের শরীরের কিডনি,হার্টের মতো বিভিন্ন অঙ্গ নিয়ে তার স্বাভাবিক বৃদ্ধি ঘটনো হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারং প্রক্রিয়ায় এই কাজ করা হচ্ছে। পশুর শরীরের এইসব অঙ্গ-প্রত্যঙ্গ যাতে মানুষের শরীরে ব্যাবহার করা যায় তার জন্য দীর্ঘ কয়েক বছর গবেষণা চলছিল। প্রাথমিক ভাবে শুকরের হার্ট ও কিডনি ইতিমধ্যেই মানুষের শরীরে বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত ব্রেন ডেথ হওয়া ৫৪ বছরের এক মানুষের শরীরে প্রতিস্থাপক শুকরের কিডনিটি খুব সুন্দর ও স্বাভাবিক কাজ করছে।

ইনস্টিটিউটের ডিরেক্টর চিকিৎসক রবার্ট মন্টোগোমারি আরো দাবি করেছেন, যদি এই কিডনি প্রতিস্থাপন সম্পূর্ণ সফল হয় তাহলে আগামী দিনে শুয়োরের হার্টও মানুষের শরীরে প্রতিস্থাপন হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর