কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ২ জঙ্গি, শহিদ ১ জওয়ান - Bangla Hunt

কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ২ জঙ্গি, শহিদ ১ জওয়ান

By Bangla Hunt Desk - October 20, 2021

মঙ্গলের পরে বুধ সকালেও জঙ্গি দমনে সাফল্য পেল ভূস্বর্গের নিরাপত্তা রক্ষীরা। বুধবার সকালেই খবর মিলেছিল জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এরপরেই জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, বুধবার সকালে সোপিয়ানের দ্রাগাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি। পাশাপাশি এও জানানো হয়েছে, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চালাচ্ছেন নিরপত্তারক্ষীরা। পাশাপাশি এটাই জানা গিয়েছে এই অভিযান চলাকালীন জঙ্গিদের ছোঁড়া গুলিকে শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। অন্যদিকে আরও দুজন সেনা জওয়ান আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এই প্রসঙ্গে সেনা সূত্রে জানানো হয়েছে, বুধবার সকাল থেকেই গুলির লড়াই চলছে সোপিয়ানের দ্রাগাদে। ওই এলাকায় জঙ্গি দমন অভিযানে নেমেছেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু জঙ্গিদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন ৩ জওয়ান। তাঁদের মধ্যে একজনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে। বাকি দুজনের চিকিৎসা চলছে।

এদিন সকালে কাশ্মীর পুলিশের তরফ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘শোপিয়ানের দ্রাগাদে এনকাউন্টার করে ২ জন অজ্ঞাত পরিচয় জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। বাকি বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

তবে এর কিছু পরেই ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়, যে দুজন জঙ্গিকে খতম করা হয়েছে তাদের একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম আদিল ওয়ানি। নিহত এই জঙ্গিই দিন কয়েক আগে পুলওয়ামায় একজন পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল। সে টিআরএফ জঙ্গি গোষ্ঠীর জেলা কম্যান্ডার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর