'দম বন্ধ করে দেব,' তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের - Bangla Hunt

‘দম বন্ধ করে দেব,’ তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

By Bangla Hunt Desk - June 07, 2021

বাংলা হান্ট ডেক্সঃ একুশের বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির (BJP)। রাজ্যের বিরোধী দল হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবার সেই সূত্র ধরেই শাসকদলকে রীতিমতো হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভায় শ্বাসরোধ করে দেবেন বলেই হুঁশিয়ারি তাঁর।

আরো পড়ুন- দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, জড়িত দলেরই একাংশ? ভাইরাল অডিও ক্লিপ

দিলীপ ঘোষ বলেন, রাজ্যে দলের শক্তি বেড়েছে। বিজেপির ৭৫ জন সদস্য বিধানসভায় আছেন। তাঁর দাবি, এত বড় জয় পেয়েও স্বস্তিতে নেই তৃণমূল।

রবিবাসরীয় চায়ে পে চর্চায় সদ্য নিবার্চিত শাসকদলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। এদিন বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট পেয়েছে। এত ভোট পেলে অন্য রাজ্যে সরকার গঠন করতে পারা যেত। বিধানসভায় ৭৫ আসন আছে বিজেপির। বিধানসভায় দমবন্ধ করে দেব। বাইরেও আন্দোলন করব মানুষের কষ্ট নিয়ে। রাজ্যে অত্যাচার, লুঠপাঠ শুরু হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে আছে। এতবড় জয় হল তৃণমূলের, কিন্তু কোনও বিজয় উৎসব নেই। মাংস ভাত রান্না করা থাকলেও কেউ খেতে আসেনি। কারণ, এই পাপের ধন কেউ খাবে না। বিজেপি সাধারণ মানুষের সমস্যা নিয়ে বিধানসভার ভেতরে ও বাইরে আন্দোলন করবে। বিজেপি আদর্শবাদী দল। সারা ভারতে এভাবেই দল বেড়েছে। ৭০ বছর পর আমরা এই অবস্থায় আসতে পেরেছি। কর্মীদের পরিশ্রমের ফলেই তা হয়েছে।’

এতেই স্পষ্ট মসনদ জয়ের লক্ষ্য সম্পূর্ণ না হলেও তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। ঘরে-বাইরে বিরোধিতায় শাসকদলকে বেগ দেওয়ার পূর্ণ ছক কষা বিজেপি শীর্ষ নেতাদের। যদিও এই হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ ঘাসফুল শিবির
৭৫ আসনের সমর্থন নিয়ে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে কড়া লড়াইয়ের হুঙ্কার দিলীপের। । তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘দম বন্ধ কেউ করতে পারবে না, বাইরে আন্দোলন কত দূর করতে পারেন, তা তো দেখাই গিয়েছে। ওদের শুধু বড় বড় কথা তা মানুষ জেনে গিয়েছে।’

অন্য-দিকে, একুশের নির্বাচনের আগে যে সমস্ত নেতারা তৃণ’মূল ছেড়ে BJP-তে যোগ দিয়ে-ছিলেন, তাঁদের পরবর্তী রাজ’নৈতিক পদক্ষেপ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিধান-সভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেওয়া সোনালি গুহের গলায় এখন উল্টো সুর। এরই মধ্যে মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে অভিষেক বন্দ্যো-পাধ্যায়ের দেখতে যাও’য়ার পরেই জল্পনা আর’ও জোরাল হয়েছে-‘তবে কি এবার গেরুয়া শিবির ছেড়ে ফের অন্য দলে পা বাড়’বেন বহু নেতা!’

এবার এই যাবতীয় জল্প’নার নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। প্রাথমিক-ভাবে মনে করা হচ্ছিল যে সমস্ত নেতাদের নিয়ে দল বদলের জল্পনা চলছে তাঁদের নিয়ে আলাদা করে বৈঠকে বসতে পারে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু এই যাব’তীয় জল্পনার মাঝেই তাৎ-পর্যপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

কেউ দল বদল করতে চাইলে কি পদ-ক্ষেপ নেবে গেরুয়া শিবির? এই প্রশ্নের জবাবে ‘এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে’ তিনি জানান, এটা গণ’তান্ত্রিক দেশ। যে কেউ দল বদল করতে পারে। একটা দল ছেড়ে এসে’ছিলেন, আরেকটা দলের যাবেন। গায়ের জোরে কাউকে আট’কানো যাবে না। কিছু কিছু লোক উদ্দেশ্য নিয়ে দল করে। হাজার হাজার লোক এসেছে। এক-আধজন চলে গেলে যেতে পারেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষা’পটে দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎ-পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর