বালুরঘাটে রক্তের সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিন দিনাজপুর জেলার পুলিশ - Bangla Hunt

বালুরঘাটে রক্তের সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিন দিনাজপুর জেলার পুলিশ

By Bangla Hunt Desk - June 06, 2021

বালুরঘাটঃ লকডাউনের সময়ে বালুরঘাট জেলা হাসপাতালের রক্তসংকট কাটাতে এগিয়ে এল দক্ষিন দিনাজপুর জেলার পুলিশ বাহিনী।
রবিবার সকালে বালুরঘাট শহরের জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিউনিটি ডেভল্পমেন্ট হোম সংস্থ্যার উদ্যোগে আজ এই রক্তদান শিবরে রক্তদাতাদের অনুপ্রানিত ও উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অনান্য জেলা পুলিশের আধিকারিকরা।

আরো পড়ুন- নদীর ধারে পড়ে রয়েছে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

জেলা পুলিশ সুপার রাহুল দে জানান আমাদের বাহিনীএই করোনাকালে নানা ভাবে সাধারন অসহায় মানুষের পাশে সাহায্য নিয়ে কাজ করে চলেছে। আমাদের কাছে খবর ছিল যে জেলা হাসপাতালে রক্তসংকট চলছে। সেদিকে লক্ষ্য রেখেই আজ তাদের এই রক্তদান শিবির। আজ এই রক্ত সংকট মেটাতে প্রায় ৬০ জন তাদের রক্তদান করছেন। পরবর্তিতে আমরা চেষ্টা করছি জেলার বিভিন্ন হাসপাতালের রক্তসংকট দূর করতে জেলার বিভিন্ন থানায় এই রক্তদান শিবিরের আয়োজন করার।

এদিকে করোনা কালে জেলা হাসপাতালের মুমুর্ষ রোগীদের প্রান বাচাতে জেলা পুলিশ বাহিনীর এই স্বেচ্ছায় রক্তদান শিবির করাকে সাধুবাদ জানিয়েছে জেলা তথা বালুরঘাটের আপামর বাসিন্দারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর