কোভিড পরিস্থিতিতে মধ্যপ্রদেশে ৩ হাজার জুনিয়ার ডাক্তারের গনইস্তফা - Bangla Hunt

কোভিড পরিস্থিতিতে মধ্যপ্রদেশে ৩ হাজার জুনিয়ার ডাক্তারের গনইস্তফা

By Bangla Hunt Desk - June 04, 2021

ভূপালঃ করোনা আবহে বৃহস্পতিবার বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে ৩ হাজার জুনিয়ার ডাক্তার গণ ইস্তফা দিলেন। মধ্যপ্রদেশ হাইকোর্ট জুনিয়র ডাক্তারদের ডাকা বনধকে বেআইনি বলে মন্তব্য করে। আর তার ২৪ ঘন্টার মধ্যে ৬টি সরকারি মেডিক্যাল কলেজে কর্মরত ৩ হাজার চিকিৎসক চাকরি থেকে ইস্তফা দেন।
Madhya Pradesh Junior Doctors Association (MPJDA) সভাপতি ডাক্তার অরবিন্দ মিনা জানান সরকার যতদিন না তাঁদের দাবিদাওয়া মেনে নিচ্ছে ততদিন তাঁরা বনধ প্রত্যাহার করবেন না।

আরো পড়ুন- প্রতি ঘন্টায় ৫ হাজার, ৩০ মিনিটে ৩ হাজার নেন তাহমিনা

কোভিডে আক্রান্ত হলে তাঁদের ও পরিবারকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া,বৃত্তি বাড়ানো-সহ একাধিক দাবিতে মধ্যপ্রদেশে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। দাবি আদায়ে তাঁরা ধর্মঘট করেছেন। মধ্যপ্রদেশ হাই কোর্ট বৃহস্পতিবার ধর্মঘটী জুনিয়র ডাক্তারদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে নির্দেশ দেয়। এ ছাড়াও আদালত চার দিনের এই ধর্মঘটকে ‘অবৈধ’ বলেও ঘোষণা করে। তবে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজে ফিরতে অস্বীকার করেছেন ডাক্তাররা। ইতিমধ্যেই প্রায় ৩ হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। তাঁরা ঘোষণা করেছেন যে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের ৬টি সরকারি মেডিক্যাল কলেজে কর্মরত প্রায় ৩ হাজার জুনিয়র ডাক্তার গন ইস্তফা দিয়েছেন । সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। জুনিয়র ডাক্তাররা জানান ‘‘আমরা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাব।’’ মীনা জানান, রাজস্থান, বিহার, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, কর্নাটক, তেলঙ্গানা, বিহার, মহারাষ্ট্র ও এমস ঋষিকেশের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা তাঁদের ধর্মঘটে সমর্থন জানিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর