করোনা পরীক্ষায় X-Ray Setu আনল সরকার, ব্যবহার হোয়াটসঅ্যাপের মাধ্যমে - Bangla Hunt

করোনা পরীক্ষায় X-Ray Setu আনল সরকার, ব্যবহার হোয়াটসঅ্যাপের মাধ্যমে

By Bangla Hunt Desk - June 03, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনা পরীক্ষায় নতুন পদক্ষেপ। X-Ray Setu লঞ্চ করল সরকার। এবার WhatsApp-এর মাধ্যমে কোভিড পরীক্ষা করা যাবে। আপনি কোভিড সংক্রমিত কি না, তা জানতে পারবেন এক্স-রে সেতু প্রযুক্তির মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে এই এক্স-রে সেতু ডেভেলপ করেছে কেন্দ্র। এই প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে গ্রামীণ এলাকার ১০ হাজার ডাক্তারকে।

আরো পড়ুন- ক্রিশ্চিয়ানো রোনাল্ড জানালেন জীবনের সেরা গোল এবং ট্রফি কোনটি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি এক্সরে সেতু ডেভেলপ করেছে কেন্দ্র। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ১০,০০০ ডাক্তারের একটি বিশেষ দল তৈরি করে তাদের এক্সরে সেতু সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, X-Ray Setu হল Chest Xray-র ব্যাখ্যা। যা চিকিৎসকরা হোয়াটসঅ্যাপে ব্যবহার করে জানতে পারবেন। গত ১০ মাস ধরে গবেষণা করে এর ডিজাইন করেছেন ARTPARK, নিরাময় হেল্ফ ও ইন্ডিয়ান ইন্সিটিউট অফ সায়েন্স এর গবেষকরা। ব্যস্ত চিকিৎসকরা সহজে এবং দ্রুত  Xraysetu ব্যবহার করতে পারবেন। আমরা বিশ্বাস করি যে, আগামীদিনে ভারতে স্বাস্থ্যক্ষেত্রে এটা মডেলে পরিণত হতে পারে।

আর্টওয়ার্কের CEO উমাকান্ত সোনি সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, স্টার্টআপ নিরাময় এবং IISC-র সহযোগিতায় X-Ray Setu তৈরি করা হয়েছে। AI সিস্টেমের মাধ্যমে X-Ray ব্যবহার করে কোভিড শনাক্ত করা যাবে। XraySetu-তে প্রশিক্ষিত এমন ১০ হাজর চিকিৎসকের মধ্যে আগামী ১৫ দিনে মজবুত নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছি আমরা। যাতে করে তৃতীয় ঢেউ এলে গ্রামীণ এলাকার চিকিৎসকদের কাছে সমাধান থাকে।

কিভাবে কাজ করবে?
কোন ব্যক্তির শরীরে যদি করোনার উপসর্গ দেখতে পাওয়া যায়, সেই ব্যক্তির এক্সরে করিয়ে তা আপলোড করতে হবে হোয়াটসঅ্যাপের এক্সরে সেতু চ্যাট বোটে। প্রযুক্তি ও ডাক্তারদের সহায়তায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই জানা যাবে সেই ব্যক্তি সংক্রমিত কিনা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর