১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা খুচরো দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রী - Bangla Hunt

১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা খুচরো দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রী

By Bangla Hunt Desk - May 31, 2021

রাজ্যে কার্যত লকডাউনে খুচরো দোকানকে আংশিক ছাড় দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খুচরো দোকানগুলি খোলা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। সেইসঙ্গে তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজে ছাড় দেওয়া হল। টিকাকরণের পর নির্মাণ শিল্পের কর্মীদের কাজে অনুমতি দেওয়া হয়েছে।

আরো পড়ুন- চাল ধোয়া জল ব্যবহার করে ঘন কালো লম্বা চুল পান, জেনে নিন পদ্ধতি

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ১৫ মে রাজ্যে বিধিনিষেধে আরও কড়াকড়ি করা হয়। তা কার্যত লকডাউন। এরপর এই লকডাউনের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। প্রথম দফায় ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছিল নবান্ন। এরপর তা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটাকে লকডাউন বলা উচিত না। এগুলো কড়া বিধি নিষেধ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর