গঙ্গারামপুর উচ্চ-বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় শোরগোল, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা - Bangla Hunt

গঙ্গারামপুর উচ্চ-বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় শোরগোল, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

By Bangla Hunt Desk - May 29, 2021

বালুরঘাটঃ লকডাউনের সুযোগে গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় শোরগোল, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

থানা থেকে ঢিলছোড়া দূরত্বে উচ্চ বালিকা বিদ্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। করোনা অতিমারির জন্য রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রয়েছে। সেই মোতাবেক গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ও বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। বিদ্যালয়ের জরুরী কিছু কাজের জন্য শনিবার ভারপ্রাপ্ত শিক্ষিকা বিদ্যালয় আসলে বিদ্যালয়ের অফিস ঘরের তালা ভাঙ্গা দেখতে পান। তার পরেই বিষয়টি পরিষ্কার হয় ।

বিদ্যালয় সূত্রের খবর, অফিস ঘরের একটি কম্পিউটার, কিছু নগদ টাকা ও বিদ্যালয়ের সিসি ক্যামেরা চুরি গিয়েছে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি বিদ্যালয়ের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে । তবে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে উচ্চ বালিকা বিদ্যালয় এমন চুরির ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা সরকার জানিয়েছেন, এমন চুরির ঘটনা সত্যিই উদ্বেগের কারণ । পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে তাদের সামগ্রী উদ্ধার করে দিক সেটাই চান ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর