বালুরঘাটে সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের হাতে দুটি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন সৌরভ গাঙ্গুলি - Bangla Hunt

বালুরঘাটে সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের হাতে দুটি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন সৌরভ গাঙ্গুলি

By Bangla Hunt Desk - May 29, 2021

বালুরঘাটঃ করোনা আক্রন্তদের চিকিৎসার জন্য বালুরঘাটের সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের হাতে দুটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিল বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। শুক্রবার গভীর রাতে অক্সিজেন কনসেনট্রেটর দুটি এসে বালুরঘাটে পৌঁছায়। মূলত করোনা আক্রান্তের চিকিৎসার জন্য এই অক্সিজেন কনসেনট্রেটর দুটি ব্যবহার করা হবে। পাশাপাশি বালুরঘাটের সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেভেন ইলেভেন সংস্থাও। এই সংস্থার পক্ষ থেকে দুটি অক্সিজেন সিলিন্ডার ও একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। অক্সিজেন সিলিন্ডার থেকে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন কনসেনট্রেটের কিভাবে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে তা নিয়ে আগামীকালই বৈঠকের ডাক দিয়েছে সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের সদস্যরা। করোনা আক্রান্তদের চিকিৎসায় আগামী দিনে আরও অক্সিজেন কনসেনট্রেটর পাঠাতে পারেন মহারাজ বলে সিএবি’র অ্যাপেক্স কাউন্সিলের সদস্য তথা দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক গৌতম গোস্বামী জানিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর