Corona Vaccine: একই ব্যক্তিকে দু’রকম টিকার ডোজ! টিকা নিয়ে জগাখিচুড়ী যোগীরাজ্যে - Bangla Hunt

Corona Vaccine: একই ব্যক্তিকে দু’রকম টিকার ডোজ! টিকা নিয়ে জগাখিচুড়ী যোগীরাজ্যে

By Bangla Hunt Desk - May 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ব্যবধান মাত্র দেড় মাসের। তার মধ্যেই ফের দায়িত্বজ্ঞানহীনতার কান্ড ঘটল বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে। সরকারি টিকাকরণ কেন্দ্রে একই ব্যক্তিকে দেওয়া হল দু’রকম ভ্যাকসিন (vaccin) । প্রথমটি কোভিশিল্ড, দ্বিতীয়টি কোভ্যাকসিন। একজন, দু’জন নয়… গুনে গুনে ২০ জন গ্রামবাসী পেয়েছেন এহেন পৃথক ভ্যাকসিন ডোজ। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে ‘চোখ এড়িয়ে গিয়েছে’ বলে সাফাই দেওয়ায়, বিষয়টিকে লঘু করে দেখানোর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে।

আরো পড়ুন- করোনা টিকা সারাজীবন শরীরে রোগ প্রতিরোধ করতে সক্ষম, বলছে সাম্প্রতিক গবেষণা

এপ্রিল মাসের গোড়ার দিকে কানপুর দেহাতে প্রাথমিক এক স্বাস্থ্যকেন্দ্রে ৫০ বছর বয়সি এক মহিলাকে কোভিড ভ্যাকসিনের পরপর দু’টি ডোজ লাগিয়ে দিয়েছিলেন এক নার্স। সেটিও ছিল ‘ভুল করে!’ রেশ কাটতে না কাটতে ফের শিরোনামে যোগী আদিত্যনাথের রাজ্য। লখনউ থেকে ২৭০ কিলোমিটার দূরে নেপাল সীমান্ত সংলগ্ন সিদ্ধার্থ নগর গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনা ঘটেছে। পৃথক ভ্যাকসিন ডোজের সত্যটা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ নগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ চৌধুরী। তাঁর বক্তব্য, ‘কেন এমন হল, তার তদন্ত হবে। তবে যাঁরা ওই দু’রকম ভ্যাকসিন পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই সুস্থ আছেন।’ আর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উত্তর, ‘ইচ্ছাকৃত নয়, ভুল করে এটা হয়ে গিয়েছে। আমাদের একটি দল তাঁদের প্রত্যেকের সঙ্গে দেখা করেছে। সকলেই সুস্থ আছেন। কারও শরীরে কোনও সমস্যা নেই।’’

তবে স্বাস্থ্য আধিকারিকের এই দাবি খারিজ করেছেন গ্রামবাসীরা। রাম সুরপত নামের এক প্রবীণ ব্যক্তি সংবাদমাধ্যমে বলেন, ‘‘স্বাস্থ্য দফতর থেকে কেউ আমাদের খোঁজ নিতে আসেননি। আমি তো প্রথমে বুঝতেই পারিনি। অসুস্থ বোধ করায় ডাক্তারের কাছে যাই। তিনিই বলেন, টিকা নিতে গিয়েই গন্ডগোল হয়েছে। তার পর রশিদ মেলাতে গিয়ে দেখি ২ বার ২ রকমের টিকা দিয়েছে আমাকে।’’ টিকাকেন্দ্রে চরম অব্যবস্থার অভিযোগও তোলেন তিনি।

এদিকে এই ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যমন্ত্রক। এমন মারাত্মক দায়িত্বজ্ঞানহীন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, ওই গ্রামবাসীদের এক মাস চোখে চোখে রাখতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া হলেই তা জানাতে হবে দিল্লিকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর