বাংলার পর উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডকে বিজেপি-মুক্ত করব, আন্দোলনের ৬ মাসে হুমকি কৃষকদের - Bangla Hunt

বাংলার পর উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডকে বিজেপি-মুক্ত করব, আন্দোলনের ৬ মাসে হুমকি কৃষকদের

By Bangla Hunt Desk - May 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন ছ’মাস কেটে গিয়েছে। কৃষকরা এখন তাদের দাবি পুরনে দৃঢ় প্রতিঞ্জাবদ্ধ। তাদের তাঁবু এখন স্থায়ী কাঠামোতে বদলে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী আগে থেকেই মজুত করা আছে। তীব্র দাবদাহে এসি চালানোর জন্য গাজিপুর ও সিঙ্ঘু সীমান্তে জেনারেটরের ব্যবস্থাও করেছেন কৃষকরা। তাঁদের পরিষ্কার বক্তব্য, কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান বিক্ষোভ থেকে উঠবেন না।

আরো পড়ুন- দুর্যোগের মধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের পাশে অভিষেক, ঘুরে দেখলেন ত্রান শিবির

ঐতিহাসিক এই কৃষক আন্দোলনের ছ’মাস পূর্ণ হওয়ায় বুধবার দেশ জুড়ে বনধের ডাক দিয়েছিল সংযুক্ত কিসান মোর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল জ্বালিয়ে এদিন বিক্ষোভ দেখান কৃষকরা। এক বিক্ষোভকারী বলেন, ‘‘এই আন্দোলন পঞ্জাব থেকে শুরু হয়ে হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে। বাংলার পর উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডকেও বিজেপি-মুক্ত করতে চাই আমরা।’’

দেশ জুড়ে কোভিড পরিস্থিতিতে কৃষকদের এই আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এর ফলে সংক্রমণ আরো বাড়তে পারে বলেও অনেকে আশঙ্কার প্রকাশ করেছেন। এই আন্দোলনের জেড়ে করোনা সংক্রমনও ‘সুপার স্প্রেড’ হতে পারে, এই আশঙ্কায় পঞ্জাবের মুখ্যমন্ত্রীও কৃষকদের আন্দোলন থেকে দূরে থাকার আর্জি জানিয়েছিলেন। এ বিষয়ে সংযুক্ত কিসান মোর্চার নেতা গুরমিত সিংহ বলেন, ‘‘আমরা করোনা ছড়াচ্ছি না। আমরা কৃষক, আমরা খাবার জোগান দিয়ে খাকি। যে খাবারে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই সরকার তো মাস্ক, স্যানিটাইজার, ওষুধও দেয়নি আমাদের। এই সরকার সব দিক দিয়ে ব্যর্থ।’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর