দুর্যোগের মধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের পাশে অভিষেক, ঘুরে দেখলেন ত্রান শিবির - Bangla Hunt

দুর্যোগের মধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের পাশে অভিষেক, ঘুরে দেখলেন ত্রান শিবির

By Bangla Hunt Desk - May 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বাংলার দুর্যোগের সময় অতন্দ্র প্রহরী হয়ে উপান্নে রাত জাগছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর নজর রাখছেন দুর্যোগ মোকাবিলার ব্যবস্থাপনায়। এই পরিস্থিতিতে তাঁর দলের মুখ্য সেনাপতি হিসেবে কি হাত গুটিয়ে বসে থাকতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)? তাই দুর্যোগের দিনে ছুটে গিয়ে নিজের কেন্দ্রের মানুষের পাশে দাঁড়ালেন তিনি। খোঁজ খবর নিলেন এলাকাবাসীর।

আরো পড়ুন- বিজেপি গিয়ে ভুল করেছি’, তৃণমূলে ফিরতে চান প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা

বুধবার দিনভর বাঁধ ভেঙে জল ঢুকেছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। তার উপর প্রবল বৃষ্টি। ঘরছাড়া বহু মানুষ। প্রশাসন তাঁদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছে। সেখানে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। আগামী কয়েক দিন এই শিবিরেই থাকতে হবে গৃহহারাদের। কিন্তু আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েই দায়িত্ব ঝেড়ে ফেলতে নারাজ সাংসদ অভিষেক।

ঘুর্নিঝড় ইয়াসে প্লাবিত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। তাই এই দুর্যোগের দিন দলনেত্রীর মতোই রাস্তায় নামলেন তিনি। ছুটলেন ডায়মন্ড হারবারের ত্রাণ শিবিরে। ঘুরে দেখলেন ৫টি ত্রাণ শিবির এবং দু’টি নদীবাঁধ। কথা বললেন এলাকাবাসীর সঙ্গে। খোঁজ নিলেন তাঁদের সুবিধা-অসুবিধার। কথা বলার সময় সাংসদের হাত ধরে কেঁদে ফেলেন এক মহিলা। ঝড়-জলে সর্বহারা হয়েছেন তিনি।হাত ধরে তাঁকে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের যুব সভাপতি। বললেন, “চিন্তা করবেন না, সরকার আপনাদের পাশে আছে। সব ব্যবস্থা করবে সরকার।” অভিষেকের এই ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ ওয়াকিবহাল মহল।

ওয়াকিবহালমহলের একাংশের কথায়, এবারের বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন অভিষেক। এবার এমন কঠিন পরিস্থিতিতে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ালেন তিনি। যা প্রমাণ করে দিচ্ছে শুধু একজন দূরদর্শি রাজনীতিবিদ নন, অভিষেক ক্রমশ দক্ষ প্রশাসক ও জননেতাও হয়ে উঠছেন। উল্লেখ্য, এবারের ঘূর্ণিঝড়ের সময় সকল বিধায়ককে নিজের নিজের বিধানসভা ক্ষেত্রে থাকতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পালন করেছেন দলীয় মন্ত্রী-বিধায়করা। এর মাঝে নিজের এলাকায় ছুটে গিয়ে নজির গড়লেন অভিষেক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর