Yaas Cyclone: ইয়াসে তছনছ দিঘা, আটকে পড়া মানুষজনকে উদ্ধারে নেমেছে সেনা - Bangla Hunt

Yaas Cyclone: ইয়াসে তছনছ দিঘা, আটকে পড়া মানুষজনকে উদ্ধারে নেমেছে সেনা

By Bangla Hunt Desk - May 26, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বঙ্গোপসাগর থেকে প্রবল গতিতে ধেয়ে আছড়ে পড়েছে অতি তীব্র ঘূর্ণিঝড় ইয়াস (Yaas Cyclone)। যার ফলে সকাল থেকেই লন্ডভন্ড দিঘা। সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে দিঘার বিস্তীর্ণ এলাকা। উত্তাল সমুদ্রের জল গার্ডওয়াল টপকে ঢুকছে রাস্তায়। প্লাবিত মন্দারমনি, তাজপুরও। রাস্তা টপকে হোটেলেও ঢুকেছে জল। ডুবে গিয়েছে সমুদ্র সংলগ্ন দোকানগুলিও। সমুদ্র তীরবর্তী এলাকা সম্পূর্ণ খালি করতে কোমরবেঁধে নাবে প্রশাসন। সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ।

আরো পড়ুন- ইয়াস-এ ১৩৪টি বাঁধ ভেঙেছে, ৩ লাখেরও বেশি ঘর ভেঙেছে , জানালেন মুখ্যমন্ত্রী

পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যেতে পারে চিন্তা করেই রাজ্যের বিভিন্ন জায়গায় ১৭ কলাম সেনা মোতায়েন করা হয়েছিল।

দিঘায় ঝড় ও বৃষ্টির তাণ্ডব কমার পর দুপুর বারোটা নাগাদ সেনা বিভিন্ন এলাকায় আটকে থাকা মানুষজনকে বের করে কাছাকাছি আশ্রয় শিবিরে পৌঁছে দেন তাঁরা।

হোটেলগুলির পাশাপাশি পাড়ায় ঢুকেও লোকজনকে বের করে আনেন তাঁরা। কোথাও দোকান থেকে বের করে আনেন মালপত্র।

কোথাও কোমর সমান জল, কোথায় হাঁটুজল পেরিয়ে দুর্গত লোকজনদের নিরাপদস্থানে নিয়ে যান তাঁরা। পাশাপাশি বিভিন্ন ছোট রাস্তায় এলাকার মানুষকে সঙ্গে হাতে হাত মিলিয়ে বালির বস্তা দিয়ে জল ঢোকা বন্ধ করতেও নামেন তাঁরা।

শুধু পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাই নয়, দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী একাধিক জায়গায় নদির বাঁধ বেঙে এলাকার পর এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমও। আশপাশের বসতি এলাকাগুলি থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোসাবা, কুলতলির বিস্তীর্ণ এলাকা জলের তলায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর