কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের WhatsApp-এর! দাবি, নয়া নিয়ম গ্রাহকদের গোপনীয়তা ভাঙবে - Bangla Hunt

কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের WhatsApp-এর! দাবি, নয়া নিয়ম গ্রাহকদের গোপনীয়তা ভাঙবে

By Bangla Hunt Desk - May 26, 2021

বাংলা হান্ট ডেক্সঃ কেন্দ্রীয় সরকারের নতুন ডিজিটাল নীতির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করল হোয়াটসঅ্যাপ (WhatsApp) । সংস্থার দাবি, নতুন এই নিয়মের ফলে গ্রাহকদের গোপনীয়তার সুরক্ষা থাকবেনা । যা একেবারেই অনুচিত। মঙ্গলবারই সংস্থার তরফে আদালতে একটি আর্জি দাখিল করা হয়।

আরো পড়ুন- কেটে গিয়েছে দুর্যোগ, রোদ উঠেছে কলকাতায়! শহরের সমস্ত উড়ালপুল খুলে দিল প্রশাসন

সংস্থার তরফে জানানো হয়েছে, মেসেজ ট্রেস করার ফলে এন্ড টু এন্ড এনক্রিপশন নীতির লঙ্ঘন হবে। নতুন এই নিয়মের ফলে গ্রাহকদের গোপনীয়তার সুরক্ষা পুরোপুরি ভাবে ভঙ্গ হবে। ভারতে হোয়াটসঅ্যাপ গ্রাহক প্রায় ৪০ কোটি। কী ভাবে তাঁদের গোপনীয়তা রক্ষা করা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। পাশাপাশি তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গেও আলোচনা হচ্ছে। গতকাল দিল্লি হাইকোর্টে হোয়াটসঅ্যাপের জমা দেওয়া আর্জিতে জানানো হয়েছে, কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী কোনও মেসেজের উত্সকে ট্র্যাক করতে হবে। এই নীতি মানতে হলে প্রতিটি মেসেজের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট রাখতে হবে। এর ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বলে আর কিছুই থাকবে না। সংবিধানের ২১ নম্বর ধারাও তুলে ধরে হোয়াটসঅ্যাপ। সেই ধারা অনুযায়ী জীবনের অধিকারের মতোই নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখাও একজন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।

অন্যদিকে, সংস্থার পক্ষ থেকে একটি মামলার প্রসঙ্গ তুলে ধরা হয়। তাতে গোপনীয়তা রক্ষার কথা বলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পক্ষ থেকে সেই মামলায় জানানো হয়েছিল, আইনি বা অতি গুরুত্বপূর্ণ কোনও প্রয়োজন ছাড়া যেন গোপনীয়তায় হস্তক্ষেপ না করা হয়।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের জারি করা সেই দিনই গ্রাহক সুরক্ষার প্রসঙ্গ তুলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করল হোয়াটসঅ্যাপ। কেন্দ্রের নয়া নীতির বিরোধিতা করে আইনি পথে হাঁটল সংস্থা। সরকারের জারি করা নয়া নীতি বুধবার থেকেই মেনে চলার কথা নেটমাধ্যমগুলির। নতুন নিয়ম কার্যকর করার কথা ছিল বুধবার থেকে। সেই মোতাবেক নেটমাধ্যমগুলিকে তিন মাসের সময়ও দিয়েছিল কেন্দ্র। মঙ্গলবার ছিল তার শেষ দিন। আর মঙ্গলবারই গ্রাহক-সুরক্ষার প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিরুদ্ধে আদালতে গেল জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ।

এর আগে, নতুন গোপনীয়তা নীতি প্রত্যাহার করার জন্য কয়েকদিন আগেই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে নোটিস পাঠানো হয় হোয়াটসঅ্যাপকে। এক সপ্তাহের মধ্যে জবাব না দিলে সংস্থার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেয় কেন্দ্র।

তবে, সরকারের নিয়ম অনুসরণ করার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে ফেসবুক, এমনটাই জানান হয়েছিল। যদিও ফেসবুকেরই মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে আদালতের পথে হাঁটল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর