কেটে গিয়েছে দুর্যোগ, কলকাতায় সব উড়ালপুল খুলে দিল প্রশাসন - Bangla Hunt

কেটে গিয়েছে দুর্যোগ, কলকাতায় সব উড়ালপুল খুলে দিল প্রশাসন

By Bangla Hunt Desk - May 26, 2021

বাংলা হান্ট ডেক্সঃ কেটে গিয়েছে দুর্যোগ । রোদ উঠেপছে কলকাতার (Kolkata) আকাশে। এরপরই শহরের সবকটি উড়ালপুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকতা পুলিশ। এখন থেকে যান চলাচলে আর কোনও বাধা রইল না ।

আরো পড়ুন- ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মমতা সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ

মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার সকালে তা আছে পরে উপকূলে। ইয়াস মোকাবিলায় তত্‍পরত ছিল প্রশাসন। গতকাল রাতভর যখন নবান্নের কন্ট্রোলরুমে বসে পরিস্থিতি উপর নজর রাখলেন মুখ্যমন্ত্রী, তখন চুপ করে বসে ছিলেন না লালবাজারের কর্তারাও। সকালে আগাম সতর্কতায় বন্ধ করে দেওয়া হয় এজেসি বোস ফ্লাইভার, মা ফ্লাইওভার, চিংড়িঘাটা ফ্লাইওভার-সহ শহরের সবকটি উড়ালপুল। কলকাতা পুলিসে তরফে জানানো হয়, ঝড়ের সময়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেকারণেই এই সিদ্ধান্ত।

বুধবার নির্ধারিত সময়ের আগে ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘুর্ণিঝড় ইয়াস। ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলবর্তী এলাকায়। কম-বেশি দুর্যোগ চলল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে রক্ষা পেয়েছে কলকাতা। ঝড়ের দাপট তেমন না থাকলেও সকালের দিকে শহরের কোথাও কোথাও অবশ্য হাল্কা বৃষ্টি হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর