ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মমতা সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ - Bangla Hunt

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মমতা সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ

By Bangla Hunt Desk - May 26, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বরাবরই রাজ্যের বিরোধিতায় সুর চড়িয়েছেন। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার একটি সুযোগও ছাড়েননি যে দিলীপ ঘোষ (Dilip Ghosh), এবার তাঁর গলায় অন্য সুর। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা করলেন বিজেপি সাংসদ (BJP MP)।

আরো পড়ুন- Yaas Cyclone: ইয়াশের তান্ডবে লণ্ডভণ্ড দিঘা, এমন দৃশ্য আগে দেখেনি দিঘাবাসী

বুধবার সকালে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) বালেশ্বরে আছড়ে পড়লেও মঙ্গলবার রাতভর প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। বুধবার ভোর থেকে দিঘার (Digha) পরিস্থিতি ক্রমশই ভয়াল রূপ ধারণ করছে। ক্রমশই বাড়ছে হাওয়ার বেগ। প্রায় ৩০ ফুট জলোচ্ছ্বাস হয়েছে। নারকেল গাছের উপর দিয়ে সমুদ্রের ঢেউ গিয়েছে বলেও দাবি অনেকের। সমুদ্র তীরবর্তী এলাকার প্রত্যেকটি হোটেল জলমগ্ন। এমনকী হোটেলের সামনে থাকা গাড়িও ভেসে গিয়েছে জলের তোড়ে। দিঘা (Digha), শংকরপুরের বিস্তীর্ণ রাস্তা হয়ে গিয়েছে জলমগ্ন। নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। আগেভাগেই উপকূলের প্রায় ১১ লক্ষ মানুষকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। জীনজীবন যাতে বিপর্যস্ত না হয় তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। ‘ইয়েশ’ মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

তিনি জানান, আমফান থেকেই অভিজ্ঞতা নিয়েছে সরকরা। এবার যথেষ্ট তৎপরতার সঙ্গেই কাজ হচ্ছে। ঝড় সম্পর্কে উপকূলবর্তী এলাকার মানুষকে সচেতন করার কাজ জোরকদমে চালানো হয়েছে। তবে শেষ পর্যন্ত কতটা কী হলো, সেটা ঝড়ের পরে বোঝা যাবে। এখনও পর্যন্ত সব ঠিকই মনে হচ্ছে।’

আমফানের সময় স্তব্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন এলাকা। বিদ্যুত বিহীন হয়ে পড়েছিল শহর কলকাতা। ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে টেলিকম সার্ভিস সবই এক কথায় মুখ থুবরে পড়েছিল। সেই মুহূর্তে চরম সমালোচনা করেছিল বিজেপি। মমতা সরকারের অক্ষমতাকেই বারে বারে সামনে তুলে ধরেছিল, তবে ইয়াশে বেলা তেমনটা আর হল না। এবার দিলীপ ঘোষ নিজেই জানালেন, কাজ করছে সরকরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর