চলতি বছরেই ভারতের আসছে ফাইজারের ৫ কোটি সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিন - Bangla Hunt

চলতি বছরেই ভারতের আসছে ফাইজারের ৫ কোটি সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিন

By Bangla Hunt Desk - May 26, 2021

বাংলা হান্ট ডেক্সঃ সংক্রমণ ঠেকাতে দ্রুত টিকাকরণ প্রক্রিয়া সারতে বদ্ধপরিকর ভারত। আর সেই পথে আরও একধাপ এগোতে চলেছে দেশ। সেই ধারাকে বজায় রাখতে চলতি বছরই ভারতের বাজারে চলে আসবে মার্কিন সংস্থা মডার্নার সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিন (Corona Vaccine)। এই সংস্থা জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে ভারতকে পাঁচ কোটি টিকা দিতে পারবে।

আরো পড়ুন- রামদেবের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানির নোটিশ পাঠালো IMA

করোনা সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে দেশে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণের কাজ চলছে। মূলত অক্সফোর্ডের কোভিশিল্ড এবং ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। যদিও টিকাকরণের গতি আরও বাড়াতে ভারতে এসেছে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি। ইতিমধ্যেই ১৮ ঊর্ধ্ব ২০ লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। যদিও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। চলতি বছরে ফাইজারের সিঙ্গেল ডোজ টিকা এলে টিকাকরণের গতি আরও বাড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

চলতি বছরই ধাপে ধাপে মিলবে ফাইজারের (Pfizer) ৫ কোটি ডোজ। জুলাই ও আগস্টে এক কোটি করে, সেপ্টেম্বরে ২ কোটি এবং অক্টোবরে এক কোটি ডোজ পাবে ভারত। তবে টিকা শুধুমাত্র কেন্দ্র সরকারকেই দেবে বলে জানিয়েছে সংস্থা। এরপর সরকার নিজের মতো করে তা বন্টনের সিদ্ধান্ত নেবে। যদিও সেই টিকার ভারতীয় বাজার মূল্য এখনো ঠিক হয়নি। এরপর ফাইজারের পাশাপাশি জনসন এন্ড জনসন কোম্পানির টিকার সঙ্গেও কথা চলছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর