Yass Cyclone: ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে উদ্বিগ্ন মমতা , আজ ও কাল নবান্নে থাকছেন মুখ্যমন্ত্রী - Bangla Hunt

Yass Cyclone: ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে উদ্বিগ্ন মমতা , আজ ও কাল নবান্নে থাকছেন মুখ্যমন্ত্রী

By Bangla Hunt Desk - May 25, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ঘূর্ণিঝড় ইয়াশ (Yass Cyclone) নিয়ে ফের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। দফায় দফায় করছেন সাংবাদিক বৈঠক। ক্রমশই শক্তিবাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়েশ (Cyclone Yaas)। বুধবার সন্ধ্যের দিকে এটি ১৫৫-১৬৫ কিলোমিটার গতিবেগে স্থলভাগে প্রবেশ করতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তার আগেই পশ্চিমবঙ্গের কোথায় কী পরিস্থিতি, তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন- ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

এদিন সাংবাদিক বৈঠকে আবারও মুখ্যমন্ত্রী বলেন, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে। পাশাপাশি দুঃখ প্রকাশ করেন নদীর কাছাকাছি থাকা জনসাধারণের উদ্দেশ্যে। এদিন তিনি বলেন, “প্রতিটি আইপিএস অফিসারকে এক একটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সাংসদ ও বিধায়কদের সাথে কথা হয়েছে, সকলে কাজ করছেন। আমরা প্রত্যেকেই কাজ ভাগ করে নিয়েছি। আমরা সকলেই আজ নবান্নে থাকব। কালও থাকব।”

শনিবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা শক্তি বাড়াতে শুরু করেছে ইতিমধ্যেই। অচিরেই সেটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ এবং তারপরে ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয়ে যাবে মাত্র ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে। তবে বুধবার সন্ধ্যের দিকে এটি ১৫৫-১৬৫ কিলোমিটার গতিবেগে স্থলভাগে প্রবেশ করতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কলকাতায় ঠিক কখন থেকে ‘ইয়াস’-র প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করবে, তা স্পষ্ট নয়। তার আগেই পশ্চিমবঙ্গের কোথায় কী পরিস্থিতি, তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকালের পর থেকেই শহর থেকে শহরতলিতে ঝড়ের প্রভাব পড়তে শুরু করবে।

ক্রমশই শক্তিবাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াস প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে দীঘা-পারাদীপ উপকূলে। যশ ব্যাপক প্রভাব পড়তে পারে বাংলায়। ফলের উদ্বিগ্ন প্রশাসন।

ঝড় মোকাবিলায় উপকূলের জেলাগুলিতে ইতিমধ্যেই খোলা হয়ছে কন্ট্রোল রুম। নবান্নের পাশে উপান্ন ভবনে তৈরি হয়েছে কন্ট্রোল রুম। মঙ্গল ও বুধবার কন্ট্রোল রুমে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর