'ইয়াস' আছড়ে পড়ার আগে জনসাধারণকে সতর্ক করতে প্রচারে নামল প্রশাসন - Bangla Hunt

‘ইয়াস’ আছড়ে পড়ার আগে জনসাধারণকে সতর্ক করতে প্রচারে নামল প্রশাসন

By Bangla Hunt Desk - May 24, 2021

বালুরঘাটঃ আমফানের স্মৃতি উসকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এবার ঝড় আছড়ে পড়ার আগে সোমবার দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে জনসাধারনের প্রতি সতর্ক বার্তা প্রচারে নামল জেলা পুলিশ প্রশাসন। আজ দুপুরে বালুরঘাট শহরে মাইক যোগে সাধারন মানুষকে নিরাপদে থাকার ব্যাপারে যাবতীয় সতর্ক বার্তা মাইক যোগে প্রচার শুরু করা হয়।

পাশাপাশি এই ঘুর্নিঝড়ের দুর্যোগ আছড়ে পড়ার আগেই যাতে জেলার কৃষকরা তাদের জমিতে পাকা বরোধান ফ্রুত কেটে নিয়ে ধানের গোলায় ওঠায় সেব্যাপারেও জেলা কৃষি বিভাগের তরফ থেকে জেলার কৃষকদের নিকট সতর্ক বার্তা জারি করা হয়েছে।

এদিকে সকালের দিকে জেলার আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে আস্তে আস্তে মেঘে ঢেকে যায়। মাঝে মাঝে দমকা হাওয়া বইলেও বৃষ্টির দেখা মেলেনি। তবে এই মেঘলা আকাশ আর দমকা হাওয়ার ফলে ক’দিন ধরে চলা হাসফাস করা গরম থেকে কিছু টাও হলেও স্বস্তির মেলে জেলাবাসি। এখন দেখাত যশ ঘুর্নি ঝড় তার খেল এই জেলার উপর কতখানি প্রভাব ফেলে।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর