Cyclone Yaas: ঝড়ের আগেই সুন্দরবনে ঢুকছেন কান্তি গাঙ্গুলি - Bangla Hunt

Cyclone Yaas: ঝড়ের আগেই সুন্দরবনে ঢুকছেন কান্তি গাঙ্গুলি

By Bangla Hunt Desk - May 23, 2021

বাংলা হান্ট ডেক্সঃ তিনি সুন্দরবনের সুখ-দুঃখের সঙ্গী। সুন্দরবনের যেকোনো সমস্যায় যাঁকে আগে দেখা যায় তিনি আর কেউ নন কান্তি গাঙ্গুলি। নির্বাচনে তাঁর দল হেরেছে, তিনিও হেরেছেন। কিন্তু নির্বাচন পরবর্তীতে সুন্দরবনে কোভিড মোকাবিলায় তিনি সবার আগে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইএম বাইপাসের কাছে মুকুন্দপুরে রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীতে তৈরি করেছেন ৫০ বেডের কোভিড সেফ হোম। যা কোভিড আক্রান্তদের পাশে নিয়ে কাজ করে চলেছে। কান্তি গাঙ্গুলি যাঁর মূল উদ্যোক্তা। এবার কোভিড মোকাবিলার পাশাপাশি ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আবার সুন্দরবন পাড়ি দিয়েছেন সুন্দরবনের অগ্রদূত কান্তি গাঙ্গুলি।

আরো পড়ুন- ‘মেয়াদ ফুরোলেই রাজ্যপালের ঠাঁই হবে প্রেসিডেন্সি জেলে’, কটাক্ষ কল্যাণের

ঝড়ের আগে কান্তি আসে – সুন্দরবন অঞ্চলের মানুষের মুখে মুখে একথা ঘুরে বেড়ায়। আয়লা, ফণি, আমফান ঘূর্ণিঝড়ের সময় এই কথার প্রমাণ পেয়েছে এলাকাবাসী। ‘যশ’-এর সময়েও অন‍্যথা হচ্ছেনা।

গতকাল তিনি জানিয়েছেন, কোভিড মোকাবিলার পাশাপাশি যশ মোকাবিলায় পুরোদস্তুর তৈরি। তিনি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “আমি ফিরছি সুন্দরবনে ঝড়ের বিরুদ্ধে তৈরি হতে।”

নিজের পোস্টে রাজ‍্য সরকারের কাছে দুটি আবেদন জানিয়েছেন তিনি। সেগুলো হলো ১) ফ্লাড শেল্টারে মানুষকে আশ্রয় দেওয়ার আগে দেহের তাপমাত্রা দেখে নেওয়া হোক ও অসুস্থ সাধারণ মানুষের জন্য আলাদা আশ্রয় তৈরী করা হোক, যাতে গ্রামে করোনা আরো ছড়িয়ে না যায়। ২) মানুষ পানীয় ও দরকার পড়লে বৃষ্টির জল যেন জমা করে রাখেন কারণ বাঁধ ভাঙলে নোনা জল পানের অযোগ্য।

একের পর এক নির্বাচনে পরাজিত হলেও সুন্দরবন এলাকার মানুষের পাশ থেকে সরে যাননি তিনি। ক্লান্তিহীনভাবে তাঁদের বিপদে আপদে সর্বদা পাশে দাঁড়িয়েছেন তাঁদের ‘কমরেড’। একুশের নির্বাচনে হেরে গিয়েও সংবাদমাধ্যমের সামনে জোর গলায় জানিয়েছিলেন ‘ফলাফল যাই হোক না কেন মানুষের পাশে থাকবো’। তাই ‘যশ’ আছড়ে পড়ার খবর আসতেই ‘ঝড়ের বিরুদ্ধে তৈরি হতে’ এলাকায় ঝাঁপিয়ে পড়ছেন তিনি।

ইতিমধ্যেই মুকুন্দপুরে নিজের‌ উদ‍্যোগে কোভিড হাসপাতাল চালু করেছেন তিনি। আপাতত ৫০টি শয‍্যার ব‍্যবস্থা রয়েছে ওই হাসপাতালে। খুব শীঘ্রই তা ১০০ শয‍্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত হবে জানিয়েছেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর