Black Fungus-কে মহামারী ঘোষণা কেন্দ্রের, মোকাবেলায় গাইডলাইন প্রকাশ রাজ্যের - Bangla Hunt

Black Fungus-কে মহামারী ঘোষণা কেন্দ্রের, মোকাবেলায় গাইডলাইন প্রকাশ রাজ্যের

By Bangla Hunt Desk - May 22, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাচ্ছে গোটা দেশ। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে নয়া বিপদ ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) । বিপদ বলে বিপদ, ইতিমধ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসকে মহামারি ঘোষণা করেছে কেন্দ্র। এই রোগকে মহামারি ঘোষণার জন্য প্রত্যেক রাজ্যকে চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আরো পড়ুন- পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ! ‘কোভিড একমাত্র কারন নয়’ জানাল স্বাস্থ্যদপ্তর

শুক্রবার কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। এই পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে নয়া গাইডলাইন জারি করল স্বাস্থ্য দফতর।

গাইডলাইনে বলা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে মাস্কের সঠিক ব্যবহার জরুরি। বিশেষ করে ধূলো-বালিময় এলাকায় গেলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, প্রত্যেকটি হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলার জন্য একটি আলাদা করে বিশেষজ্ঞ টিম তৈরি করতে হবে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন ব্ল্যাক ফাঙ্গাস রোগীকে কী কী ওষুধ দিতে হবে এবং তার ব্যবহার নিয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় ২০ জন সদস্যের বিশেষজ্ঞ-পরামর্শদাতা কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এই কমিটি রাজ্যে মিউকরমাইকোসিস পরিস্থিতি ও তার চিকিত্সা সংক্রান্ত বিষয় তদারকি করবে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এসএসকেএম ও ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এই দুটির মধ্যে যে কোনও একটি হাসপাতালকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিত্সায় উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার কথা ভাবা হচ্ছে।

ইতিমধ্যেই মহারাষ্ট্র, গুজরাত সহ দেশে একাধিক রাজ্যে এই সংক্রমণের হদিশ মিলেছিল। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর