সুখবর, করোনা টিকার অগ্রাধিকার পাবে ব্যাঙ্ককর্মীরা, ঘোষনা মমতার - Bangla Hunt

সুখবর, করোনা টিকার অগ্রাধিকার পাবে ব্যাঙ্ককর্মীরা, ঘোষনা মমতার

By Bangla Hunt Desk - May 21, 2021

বড় সিদ্ধান্ত নিল রাজ্য, করোনা টিকার অগ্রাধিকারের তালিকায় এ বার ব্যাঙ্ককর্মীরা। সরাসরি জনজীবনে যুক্ত থেকে গ্রাহক পরিষেবার কাজ করার কারণে ব্যাঙ্ককর্মীদের কোভিড-১৯ সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। পাশাপাশি, তাঁদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোরও ঝুঁকি রয়েছে। তাই ব্যাঙ্ককর্মীদেরও অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। স্বাভাবিক কারণে মমতার ভূমিকায় মুগ্ধ রাজ্যের ব্যাঙ্ককর্মীরাও।

আরো পড়ুন- অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ার পরিষ্কার না করলে ছড়াতে পারে ব্ল্যাক ফাঙ্গাস, সতর্ক করল বিশেষজ্ঞরা

অগ্রাধিকারের তালিকায় রয়েছেন, ভোট প্রক্রিয়ার সময় টিকা না নিতে পারা শিক্ষক-সহ বিভিন্ন আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও। এ বার সেই তালিকাতেই চলে এলেন ব্যাঙ্ক কর্মীরা। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যাঙ্ক অফিসার সংগঠন, ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন’।

এছাড়া অগ্রাধিকারের তালিকায় রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কোভিড যোদ্ধারা। এর পর গত সপ্তাহে নতুন করে দৈনন্দিন জনজীবনে যুক্ত থাকা বিভিন্ন পেশার কর্মীদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। সব্জি, মাছ, মুদিখানা-সহ অত্যাবশকীয় পণ্যের ব্যবসায়ী ও অন্যান্য কর্মী, রেশন ডিলার, গ্যাস বণ্টন সংস্থা ও পেট্রোল পাম্পের কর্মী, হকার, ট্যাক্সি-অটো-টোটোচালক-সহ পরিবহণ কর্মী, সরকারি-বেসরকারি হোমের আবাসিক ও কর্মী, সাংবাদিকেরা রয়েছেন এই তালিকায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর