মহারাষ্ট্রে ১৩ জন মাওবাদীকে নিকেশ করল পুলিশ! বাকিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি - Bangla Hunt

মহারাষ্ট্রে ১৩ জন মাওবাদীকে নিকেশ করল পুলিশ! বাকিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি

By Bangla Hunt Desk - May 21, 2021

বাংলা হান্ট ডেক্সঃ মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। এনকাউন্টারে কমপক্ষে ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। মৃত সব মাওবাদীর দেহ উদ্ধার করেছে পুলিশ।

আরো পড়ুন- মস্কো ভ্রমনে ভ্যাকসিন ফ্রী! ভারতীয়দের জন্য অভিনব সুযোগ

আজ, শুক্রবার ভোররাতে দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার এতাপল্লির জঙ্গলে ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা। গোপণ সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিস। মহারাষ্ট্র পুলিসের সি-৬০ ইউনিটের প্রশিক্ষিত জওয়ানরা জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেন। এরপরই পুলিসকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জনাকয়েক মাওবাদী। সেই সুযোগে ঘটনাস্থল থেকে অনেক মাওবাদী পালিয়ে যায়। তবে পালটা জবাব দেন পুলিস কর্মীরাও। পুলিসের চালানো গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জন মাওবাদীর। গড়চিরৌলির ডিআইজি সন্দীপ পাতিল জানিয়েছেন, বাহিনীর কাছে খবর ছিল যে সেখানে মাওবাদীদের একটি দল গোপণে জঙ্গলের মধ্যে ঘাঁটি গেড়েছে। খবর পেয়েই রওনা দেয় কমান্ডো টিম। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। গড়চিরৌলির পুলিস সুপার অঙ্কিত গয়াল জানান, প্রায় এক ঘণ্টা গুলির লড়াই চলে। সেখানে মোট ১৩ জনকে নিকেশ করে পুলিশ। বাকি কয়েকজন মাওবাদী জঙ্গল থেকে পালিয়েছে। তাদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর