ভোটপ্রচারে দাঙ্গা ও সন্ত্রাস ছড়ানোর উসকানিমূলক বক্তব্যের জন্য গ্রেপ্তার হতে পারেন মিঠুন চক্রবর্তী, রিপোর্ট তলব আদালতের - Bangla Hunt

ভোটপ্রচারে দাঙ্গা ও সন্ত্রাস ছড়ানোর উসকানিমূলক বক্তব্যের জন্য গ্রেপ্তার হতে পারেন মিঠুন চক্রবর্তী, রিপোর্ট তলব আদালতের

By Bangla Hunt Desk - May 21, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বিপাকে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রাজ্যে ভোটপ্রচারে এসে উসকানিমূলক মন্তব্য দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল মানিকতলা থানায়। সেই মামলার শুনানিতেই এবার পুলিশের কাছে রিপোর্ট তলব করল শিয়ালদহ-র এসিজেএম আদালত। আগামী ১ জুন মামলার পরবর্তী শুনানি।

আরো পড়ুন- অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ার পরিষ্কার না করলে ছড়াতে পারে ব্ল্যাক ফাঙ্গাস, সতর্ক করল বিশেষজ্ঞরা

“আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। আমি যা করি, আমি তাই বলি।”
“তোরা একটা পেটো মারলে আমি দশটা পেটো মারব, তোরা মারলে হবে মার্ডার আমি মারলে হবে এনকাউন্টার৷”
এমন আরও অসংখ্য উস্কানিমূলক ফিল্মি ডায়লগ দিয়ে ভোটের বাজারে মাথায় গেরুয়া পতাকা বেঁধে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নেতা ও কর্মীদের উস্কানি দিতে দেখা গিয়েছিল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। যদিও ভোট মিটতে বাংলায় বিজেপি তিন অঙ্কের আসন ছুঁতে পারেনি দেখার পর থেকেই কার্যত বাংলা থেকে পাততাড়ি গুটিয়েছেন মিঠুন।

কিন্তু বিভিন্ন জনসভায় গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন সব উস্কানিমূলক ডায়ালগ দেওয়ার ফলে তারপর থেকে রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের কর্মীরা খুন হচ্ছেন বলে অভিযোগ করে আগেই লিখিত অভিযোগ জমা পড়েছিল মানিকতলা থানায়।

এবারে সেই মামলার শুনানিতেই এবার পুলিশের কাছে রিপোর্ট তলব করল শিয়ালদহ-র এসিজেএম আদালত। আগামী ১ জুন মামলার পরবর্তী শুনানি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর