পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গৃহবন্দী থাকবেন ৪ নেতা, সিদ্ধান্ত আদালতের - Bangla Hunt

পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গৃহবন্দী থাকবেন ৪ নেতা, সিদ্ধান্ত আদালতের

By Bangla Hunt Desk - May 21, 2021

কলকাতাঃ নারদা মমলায় নয়া মোড়, এবার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গৃহবন্দী থাকবেন ৪ নেতা, জানিয়ে দিল আদালতের নতুন বেঞ্চ।

সোমবার সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই ক্রমশ জেল মুক্তি নিয়ে টালবাহানা চলেছে৷ অবশেষে বাড়ি ফেরার অনুমতি পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়৷ তবে বাড়ি ফিরলেও আপাতত তাঁদের গৃহবন্দি থাকতে হবে৷ তবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়েছে, বাড়ি থেকেই ভার্চুয়ালি সরকারি কাজ করতে পারবেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়রা৷ তাঁদের কাছে পাঠানো যাবে সরকারি ফাইলও৷

আরে পড়ুন- পুরনো কেন্দ্রেই ফিরতে চলেছেন মমতা! ভবানীপুর কেন্দ্রে থেকে ইস্তফা শোভনদেব চট্টোপাধ্যায়

তবে চার নেতার মধ্য়ে সুব্রত মুখোপাধ্য়ায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্য়ায় এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁদের বেশ কিছু শারীরিক সমস্যও রয়েছে৷ ফলে এই অবস্থায় তাঁরা বাড়ি ফেরেন, নাকি হাসপাতালেই থাকেন, সেটাই দেখার৷

এদিন আদালত জানিয়েছে, করোনা যুদ্ধে জড়িত হেভিওয়েটরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন। কিন্তু শারীরিকভাবে কেউ বাইরে মিটিং করতে যেতে পারবেন না। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এর আগে, নারদকাণ্ডে ধৃত ৪ হেভিওয়েটের জামিন মামলায় নতুন জটিলতা ধরা পড়ে। এদিন জামিন মঞ্জুর সংক্রান্ত নির্দেশ নিয়ে দুই বিচারপতির মতভেদ ধরা পড়ে। জামিন মঞ্জুর করার পক্ষে ছিলেন বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। জামিন মঞ্জুরের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।

দুই বিচারপতি এরপর জানান, অন্তর্বর্তী মামলা নতুন বেঞ্চে পাঠানো হতে পারে। তৃতীয় বিচারপতির কাছে পাঠানো হতে পারে। ততদিন জেল হেফাজত থেকে মুক্তি পেলেও ৪ জনকেই থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। চিকিৎসা সংক্রান্ত সব সুবিধা তাঁরা পাবেন। পরিবর্তে, মামলায় তাঁদের সিবিআইকে সবরকম সহযোগিতা করতে হবে।

নিজেদের মধ্যে আলোচনায় জন্য ১০ মিনিট সময় চেয়েছিলেন হেভিওয়েটদের আইনজীবী। এরপর, ফের শুনানি-পর্ব পুনরায় শুর হয়। সেখানে অন্তর্বর্তী জামিনের পক্ষে জোরাল সওয়াল করেন হেভিওয়েটদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বিশেষ করে ফিরহাদ হাকিমের প্রসঙ্গ উত্থাপন করেন।

আদালতে সিঙ্ঘভি বলেন, ‘পুরসভায় না যেতে পারলে ফিরহাদ হাকিম কী করে লড়বেন? কোভিডের বিরুদ্ধে কী করে লড়বেন ফিরহাদ হাকিম? পুরসভায় না গেলে কী করে হবে লড়াই? ফিরহাদ সই করতে না পারলে কী করে হবে লড়াই?’

এই যুক্তি দেখিয়ে সিঙ্ঘভি আবেদন করেন, ‘গৃহবন্দি নয়, অন্তর্বর্তী জামিন মঞ্জুর হোক।’ অন্যদিকে, মামলার পূর্ণাঙ্গ শুনানি চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে শনি-রবিবার শুনানির আর্জি করেন কল্যাণ। সিঙ্ঘভি আবেদন করেন, ‘যত দ্রুত, সম্ভব হলে আজকেই নতুন বেঞ্চ গঠন হোক।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর