নারদা মামলার শুনানি স্থগিত শুনে ভেঙে পড়লেন ৪ নেতা মন্ত্রী - Bangla Hunt

নারদা মামলার শুনানি স্থগিত শুনে ভেঙে পড়লেন ৪ নেতা মন্ত্রী

By Bangla Hunt Desk - May 20, 2021

বাংলা হান্ট ডেক্সঃ নারদা মামলার শুনানি না হওয়ায় তীব্র মনখারাপ হেভিওয়েট নেতাদের। এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেল, শুনানি আজ বাতিল হতেই বিষাদের ছবিটাই যেন স্পষ্ট হেভিওয়েটদের ঘিরে। সমর্থকদের অবশ্য শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন প্রত্যেকেই।

আরো পড়ুন- জল্পান বাড়িয়ে ১৪ জন বিজেপির বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন

সিবিআই-ফাঁসে আটকে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সূত্রের খবর গত কাল রাত অবধি তিনি নিশ্চিত ছিলেন বৃহস্পতিবার ছাড়া পাবেন তিনি৷ আদালতে তাঁর পক্ষে সওয়াল কী হবে তা তিনি আলোচনা করেছেন আইনজীবীদের সঙ্গে। এ দিন সকাল থেকেই জেলের একাধিক আধিকারিকের কাছে খবর নিয়েছেন। এমনকী গত কালের সওয়াল জবাব নিয়ে সংবাদপত্রের লেখাও পড়েছেন। পরিবার সূত্রে খবর, তাঁর জ্বর আছে। তার পেটের সমস্যা এখনও রয়েছে। তাকে বারবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে বললেও তিনি রাজি নন। কারণ তিনি আত্মবিশ্বাসীই ছিলেন, আজ ছাড়া পেয়ে যাবেন। আজ আদালতে শুনানি হচ্ছে না  এমনটা মেয়ের কাছ থেকে তিনি জানতে পারেন। তারপর বেশ কয়েকজন দেখা করতে আসলেও তিনি কারও সঙ্গেই দেখা করেননি। একমাত্র স্ত্রীর সঙ্গে দেখা করে কিছুক্ষণ একান্তে কথা বলেন তিনি।স্ত্রীকে জানান, অসুস্থ থাকলেও এসএসকেএম যেতে রাজি নন তিনি।

এ দিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেবুলাইজর চলছে মাঝে মধ্যেই। শ্বাসকষ্ট থাকায় হৃদযন্ত্রের সামান্য সমস্যা রয়েছে। রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা ওঠা নামা করছে। প্রচন্ড বিরক্ত তিনি এদিনের শুনানি স্থগিত হওয়ায়। রাজনৈতিক লড়াইয়ের ফল এই সিবিআই টানাপোড়েন, মত তাঁর। সূত্রের খবর, আজ এতটাই বিরক্ত ছিলেন তিনি যে ঠিক করে চিকিৎসকদের সঙ্গেও কথাও বলেননি। চিকিৎসকরাও বলছেন, মানসিক চাপ তৈরি হয়েছে ঘটনাপ্রবাহের কারণে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর