বাংলা হান্ট ডেক্সঃ সামরিক শক্তিতে ইজরায়েলের সঙ্গে যে পেরে ওঠা যাবে না, তা ঢের আগেই বুঝে গিয়েছিল হামাস। তাই মাটির নীচে জাল বিস্তার করতে শুরু করেছিল তারা। বছরের পর বছর ধরে গাজা থেকে ইজরায়েলের উপকণ্ঠ পর্যন্ত ১৫ কিমি দীর্ঘ একটি সুড়ঙ্গ তৈরি করেছিল তারা। ওই সুড়ঙ্গটিকে হামাস জঙ্গি গতিবিধি চালানোর জন্য ব্যবহার করত। এবার সেই সুড়ঙ্গটি গুঁড়িয়ে দিল ইজরায়েলের বিমান বাহিনী।
আরো পড়ুন- ‘শোভনের সঙ্গে আমাকেও ভর্তি নিন,’ SSKM এ কান্নাকাটি বান্ধবী বৈশাখীর
গভীর রাতে ৪০ মিনিট ধরে একনাগাড়ে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে সুড়ঙ্গটি গুঁড়িয়ে দিল ইজরায়েলি সেনা। ক্ষেপণাস্ত্রর পাশাপাশি ১ হাজার বোমা এবং গোলাও ছুড়েছে ইজরায়েল। তাতে এত বছর ধরে গড়ে তোলা মাইলের পর মাইল এলাকা জুড়ে অবস্থিত হামাসের সুড়ঙ্গপথের একটা বড় অংশ ধুলিসাৎ হয়ে গিয়েছে।
ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF) টুইট করে জানায় যে, ‘ওই সুড়ঙ্গ ১৬৩টি ফুটবল ময়দানের বরাবর ছিল। ওই সুড়ঙ্গ ৪৬টি আইফেল টাওয়ারের বরাবর ছিল। ৩৪টি এম্পায়ার স্টেট বিল্ডিং ধরবে ওই সুড়ঙ্গে। ওই সুড়ঙ্গে বিশ্বের সবথেকে দীর্ঘ বুর্জ খালিফা বিল্ডিং ধরবে।” ইজরায়েল জানায়, এখন এই ৯.৩ মাইল দীর্ঘ সুড়ঙ্গের ব্যবহার আর জঙ্গি কার্যকলাপের জন্য করা যাবে না।
What’s 9.3 miles (15 km)?
163 football fields
46 Eiffel Towers
34 Empire State Buildings
18 Burj Khalifas
Nearly 2 Mt. EverestsOur fighter jets neutralized 9.3 miles of the Hamas 'Metro' terror tunnel system overnight.
That's 9.3 miles that can no longer be used for terror.
— Israel Defense Forces (@IDF) May 17, 2021
তবে মুখোমুখি যুদ্ধে এই অসাধ্য সাধন হয়নি। বরং তার জন্য ছল-চাতুরির আশ্রয় নিতে হয়েছে ইজরায়েলি বাহিনীকে। মধ্যরাতে আচমকাই ইজরায়েলি সেনা ঘোষণা করে যে, তাদের স্থলবাহিনী সরাসরি গাজায় হামলা করতে চলেছে।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই গাজা থেকে সুড়ঙ্গ পথ ধরে দলে দলে যোদ্ধাদের অস্ত্রশস্ত্র সমেত ইজরায়েলের উদ্দেশে পাঠাতে শুরু করে হামাস। কিন্তু আকাশ পথে আগে থেকেই বোমারু বিমান, ক্ষেপাণাস্ত্র এবং গোলাগুলি নিয়ে তৈরি ছিল ইজরায়েলি বাহিনী।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই গাজা থেকে সুড়ঙ্গ পথ ধরে দলে দলে যোদ্ধাদের অস্ত্রশস্ত্র সমেত ইজরায়েলের উদ্দেশে পাঠাতে শুরু করে হামাস। কিন্তু আকাশ পথে আগে থেকেই বোমারু বিমান, ক্ষেপাণাস্ত্র এবং গোলাগুলি নিয়ে তৈরি ছিল ইজরায়েলি বাহিনী।
গুপ্তচর মারফত যেই না সুড়ঙ্গ পথে হামাস যোদ্ধাদের প্রবেশের খবর মেলে, এলোপাথাড়ি ক্ষেপণাস্ত্র এবং বোমা বর্ষণ করতে শুরু করে তারা। তাতেই যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে বসে হামাস। এর পর ইজরায়েলি সেনার এক মুখপাত্র ঘোষণা করেন, তাঁদের কোনও সেনাই সীমানা পার করেনি। তা না করেই লক্ষ্যপূরণ হয়েছে।
ইজরায়েল জানায়, তাঁরা এখনও পর্যন্ত ‘Operation Guardian of the Walls” চালিয়ে ১৩০ জঙ্গিকে নিকেশ করেছে। হামাসের ৪৬০টি রকেট মিস ফায়ার হয়েছে। ইজরায়েলের দিকে তাঁরা ৩ হাজার ১৫০টি রকেট ফায়ার করেছে। এরফলে একজন ভারতীয় নাগরিক সহ ১০ জনের মৃত্যু হয়েছে ইজরায়েলে।
গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার
Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?
‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!
Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid
Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June
Former Pakistani Prime Minister Imran Khan Nominated for the Nobel Peace Prize
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার