মোদিকে 'উলঙ্গ রাজা' বলে তোপ গুজরাতি কবির - Bangla Hunt

মোদিকে ‘উলঙ্গ রাজা’ বলে তোপ গুজরাতি কবির

By Bangla Hunt Desk - May 17, 2021

১৪ লাইনের’ কবিতা। তার ছত্রে ছত্রে’ বিদ্রুপ দেশের সরকারের’ প্রতি। সেই কবিতাতে’ই দেশকে ‘’রামরাজ্য’’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরোক্ষে ‘’উলঙ্গ রাজা’ বলে মন্তব্য করে বিজেপি’র বিষ নজরে পড়লেন এক গুজ’রাতি কবি’। নাম পারুল কক্কর’।

আরো পড়ুন- রাজ্যপাল একটা দৈত্য, রক্ত খেকো বাঘ’, কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তাঁর লেখা কবিতা’ ‘’শববাহিনী গঙ্গা’’ গত ৫দিনে অন্তত’ ৬টি ভাষায় অনুদিত হয়েছে’। ১১ মে নেট’মাধ্যমে কবিতাটি প্রকাশ করেছিলেন’ পারুল। এরই মধ্যে তা সেই’ সব দেশ’বাসীর মন জিতে নিয়েছে,’ যাঁরা ‘দেশের বর্তমান পরিস্থিতি’ নিয়ে উদ্বিগ্ন এবং’ কিছুটা বিরক্ত’ও।

পারুলের লেখায়’ দেশের বর্তমান পরিস্থি’তি, মানুষের হাহাকার’ আর অতি’মারি মোকাবিলায় মোদী সরকারে’র অব্যবস্থা, উদাসীন’তা স্পষ্ট ধরা পড়েছে বলে’ এক বাক্যে মেনে নিয়েছে’ন নেটা’গরিকরা। আর পারুলের’ কবিতার এই অতি’ জন’প্রিয়তাই একেবারে পছন্দ’ হয়নি বিজেপির’।

কবিতার’ শেষে ঝক’ঝকে পোশাক আশাকের’ প্রসঙ্গ টেনে পারুল’ পরোক্ষে প্রধান’মন্ত্রীকে কটাক্ষ করেছন,’ তাঁর ‘দোদীপ্য’মান জ্যোতি’র কথা বলে’ । পারুল লিখেছেন, ‘হায়’ রাজা, যদি মানুষ তোমার’ আসল চেহারাটা জানত’! হায় যদি বুঝতে পারত’ যে তুমি আসলে মণি ন’ও। সাধারণ পাথর’। হায়, যদি কার’ও সাহস হতো তোমাকে’ বলার, রাজা তোর কাপড়’ কোথায়!’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর