দীর্ঘ ৬ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় - Bangla Hunt

দীর্ঘ ৬ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla Hunt Desk - May 17, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ৫ বছর বাদে নারদ-মামলায় নাটকীয় মোড়! সাত সকালে, বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে রাজ্যের দুই মন্ত্রী, এক প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করল সিবিআই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। তৃণমূলের দাবি, প্রতিহিংসার কারণে শুধুমাত্র তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। অথচ অভিযোগ তালিকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় থাকলেও গ্রেফতার করা হয়নি। যদিও বিজেপির দাবি, নিজেদের মতো তদন্ত করছে সিবিআই।

আরো পড়ুন- নারদা মামলায় শুভেন্দু-মুকুলের কি হবে! প্রথম প্রতিক্রিয়া দিল বিজেপি

প্রায় ছ’ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪ টে ৩৫ মিনিট নাগাদ তিনি বেরিয়ে যান।

‘মমতা CBI-কে বলেছেন আমায় গ্রেফতার করা হোক’।

মুখ্যমন্ত্রীর সিবিআই দফতরে আসা প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপি। দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় টুইট করে বলেন, ‘যার আইন রক্ষা করার কথা, তিনিই হুমকি দিচ্ছেন। যিনি আইন রক্ষা করার শপথ নিয়েছেন, তিনিই হুমকি দিচ্ছেন। আইনের রক্ষকদের হুমকি দিয়ে সিবিআইকে বাধা। বাংলার মানুষের কাছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ রাজ্যের চার হেভিওয়েট নেতা গ্রেফতার হওয়ার পর টুইটে এই কথা লিখে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিজেপি কৈলাস বিজয়বর্গীয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর