অজয় নদের পাশে মিলল ৫০০ বছরের পুরানো ৯টি শিবলিঙ্গ - Bangla Hunt

অজয় নদের পাশে মিলল ৫০০ বছরের পুরানো ৯টি শিবলিঙ্গ

By Bangla Hunt Desk - May 15, 2021

বাংলা হান্ট ডেক্সঃ পশ্চিম বর্ধমান জেলার গোগলা গ্রাম পঞ্চায়েতের নতুন ডাঙ্গার পাশে দিয়ে বয়ে চলা অজয় নদের পার্শবর্তী এলকায় মিলেছে একাধিক শিবলিঙ্গ। প্রায় ৯ থেকে ১০ টি শিবলিঙ্গ নদের পাশে বালির মধ্যে পাওয়া গেছে। শিবলিঙ্গ পাওয়ার খবর মিলতেই গ্রামবাসীরা ধুপ, ধুনো নিয়ে চলে আসে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

আরো পড়ুন- করোনায় তৃণমূল নেতার মৃত্যু, হাসপাতাল ভাঙচুড় অনুগামীদের

শিবলিঙ্গগুলিকে যাতে সংরক্ষণ করা হয় তার জন্য স্থানীয়রা প্রশাসনকে খবর দিয়েছেন। অনেকের ধারণা শিবলিঙ্গগুলি প্রায় ৫০০ থেকে ১০০০ বছর পুরানো। প্রাচীনকালে এই এলকায় কোনো গ্রামে এই শিবলিঙ্গ ছিল নাকি কোথাও থেকে ভেসে এসেছে। তাই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে যেহেতু একসাথে ৯ টি শিবলিঙ্গ মিলেছে তাই মনে করা হচ্ছে যে এগুলি সব এই স্থানেই ছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর