ফের নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ওলি - Bangla Hunt

ফের নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ওলি

By Bangla Hunt Desk - May 15, 2021

কাঠমাণ্ডু: নেপালের প্রধানমন্ত্রী পদে ফের শপথ নিলেন কে পি শর্মা ওলি। শুক্রবার তাঁকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি। নেপালের ৪৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৬৯ বছরের কমিউনিস্ট নেতা। তাঁর সঙ্গে এদিন শপথ নেন উপ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা। উপ প্রধানমন্ত্রী করা হয়েছে ঈশ্বর পোখারেলকে।

এর আগে কে পি শর্মা ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টি এবং জোট শরিকদের মধ্যে কয়েক মাস ধরে বিরোধের পর সোমবার অনাস্থা ভোটে হেরে যান। তবে পরে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার আহ্বান জানান।

পরে নেপালি কংগ্রেস দেখতে পায় যে তারা সংখ্যাগরিষ্ঠ জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সক্ষম হয়নি। এতে পার্লামেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ওলি প্রধানমন্ত্রীর পদে পুনর্বহাল হয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর