উদ্বেগজনক পরিস্থিতি, চিন থেকে চিকিৎসা সরঞ্জাম-সহ বিভিন্ন পণ্য আমদানিতে ছাড়পত্র কেন্দ্রের - Bangla Hunt

উদ্বেগজনক পরিস্থিতি, চিন থেকে চিকিৎসা সরঞ্জাম-সহ বিভিন্ন পণ্য আমদানিতে ছাড়পত্র কেন্দ্রের

By Bangla Hunt Desk - May 14, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এই পরিস্থিতিতে চিন থেকে করোনা চিকিৎসার কাঁচামাল, সরঞ্জাম আমদানির জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। কোভিডের দ্বিতীয় ধাক্কার আবহে সেই মেয়াদ এ বার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি সূত্র।

আরো পড়ুন- ইজরায়েলে হামাসের রকেট হমলা, মৃত্যু এক ভারতীয় মহিলার

করোনার দ্বিতীয় ঝড়ে গোটা দেশেরই যেন স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। হাসপাতালে শয্যা, অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভেন্টিলেটর-সহ চিকিৎসার সরঞ্জামে তৈরি হয়েছে ঘাটতি। সেই ঘাটতি মেটাতেই বিদেশ থেকে চিকিৎসা-পণ্য আমদানির কথা ভাবছে কেন্দ্র। শুধু তাই নয়, টিকা-সহ অন্যান্য চিকিৎসার যন্ত্রপাতি বিদেশ থেকে কেনার কথা ভাবছে দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটক, ওড়িশার মতো বেশ কিছু রাজ্য। তার মাঝেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। সূত্রের খবর, আমদানির পরিমাণের উপর কোনও উর্ধ্বসীমা রাখা হচ্ছে। ২০০ কোটি টাকার কমে লেনদেনেও ছাড়পত্র দেওয়া হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর