কোলকাতায় চালু হল বিনামূল্যে 'দুয়ারে অক্সিজেন' পরিষেবা, উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম - Bangla Hunt

কোলকাতায় চালু হল বিনামূল্যে ‘দুয়ারে অক্সিজেন’ পরিষেবা, উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম

By Bangla Hunt Desk - May 12, 2021

বাংলা হান্ট ডেক্সঃ কোলকাতায় এবার চালু হল বিনামূল্যে দুয়ারে অক্সিজেন পরিষেবা। করোনা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এল চেতলা অগ্রণী ক্লাব। বাড়িতে থাকা করোনা রোগীর হঠাৎ অক্সিজেনের প্রয়োজন হলে ক্লাব-এর সদস্যরাই সেই বাড়িতে পৌঁছে দেবেন Oxygen Concentrator। সম্পূর্ণ বিনামূল্যে। আজ এই পরিষেবার উদ্বোধন করবেন ক্লাব সভাপতি ফিরহাদ হাকিম।

আরো পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজের চাপ বেড়েছে লাফিয়ে, তাই চাপ কিছুটা কমানোর আবেদন নার্স সংগঠনের

বুধবার নিজের ক্লাবের এই পরিষেবার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আপাতত ২০টি অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় নিয়ে এই পরিষেবা শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে এই পরিষেবা দেবেন চেতলা অগ্রণী ক্লাবের সদস্যরা। তবে খুব তাড়াতাড়ি অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর সংযোজন, 9831104656 অথবা 7003868414 নম্বরে ফোন করে অক্সিজেনের প্রয়োজনীয়তা জানালেই বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন কনসেনট্রেটর।

দুয়ারে অক্সিজেন’ পৌঁছে দেওয়ার বিষয়টি এলাকার পোস্টার, ব্যানারের মাধ্যমে প্রচার করা হবে বলে জানালেন ফিরহাদ(Firhad Hakim)। তিনি বলেন, ব্যানারে ফোন নম্বর রয়েছে। ওই নম্বরে ফোন করলেই আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিতে শুরু করব। এটা অবশ্য আমরা দিতে শুরু করেই দিয়েছি। আপাতত দশদিন Oxygen Concentrator রোগীর কাছে রাখা হবে। আরও কিছু দিন ওই Oxygen Concentrator এর প্রয়োজন হলে তার জন্য তাঁরা আবেদন করতে পারেন রোগী। এটা করা হয়েছে কারণ অনেকের প্রয়োজন মিটে গেল ঘরেই Oxygen Concentrator রেখে দেন। এর জন্যই ওই দশ দিনের সময়সীমা ধার্য করা হয়েছে।

অপরদিকে,বেসরকারি সংস্থা লায়ন্স ক্লাবের সঙ্গে যৌথ ভাবে অক্সিজেন পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভা। কলকাতার উত্তীর্ণ ভবনে শুরু হয়েছে ২৫ শয্যার অক্সিজেন পার্লার (Oxygen Parlour)। পরিকাঠামো তৈরি করে দিয়েছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতাল থেকে শিফট ভাগ করে ডাক্তার ও নার্স দিচ্ছে স্বাস্হ্য দফতর। আর অক্সিজেন দিচ্ছে লায়ন্স ক্লাব। ২৫টি শয্যা দিয়ে শুরু হলেও আগামী ১৫ তারিখের মধ্যে অক্সিজেন পার্লারের শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০০।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর