করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজের চাপ বেড়েছে লাফিয়ে, তাই চাপ কিছুটা কমানোর আবেদন নার্স সংগঠনের - Bangla Hunt

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজের চাপ বেড়েছে লাফিয়ে, তাই চাপ কিছুটা কমানোর আবেদন নার্স সংগঠনের

By Bangla Hunt Desk - May 12, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে রোগীর সংখ্যা বাড়ছে তেমন কাজের চাপও বড়েছে পাল্লা দিয়ে। কিন্তু সেভাবে বিশ্রাম পাচ্ছেন না নার্সরা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবসে সেই চাপ কমানোর আর্জি জানিয়ে নার্স সংগঠন, নার্সেস ইউনিটি। নার্স সংগঠন তরফে বলা হয়েছে সমস্যার কথা স্বাস্থ্য ভবনে(Swastha Bhaban) মেল করে জানানো হয়েছে। কিন্তু এখনও তার কোনও উত্তর আসেনি।

আরো পড়ুন- গঙ্গায় ভেসে আসছে ৪০টির বেশি লাশ, করোনা না অন্য কিছু, আতঙ্কে স্থানীয়রা

নার্স সংগঠনের তরফে জানানো হয়েছে, কোভিড মোকাবিলায় বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে নার্সদের। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ওইসব জায়গায় নার্সদের ভালো থাকা বা খাওয়ার ব্যবস্থা থাকছে না। ফলে তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও নষ্ট হচ্ছে। স্বাস্থ্য ভবনের কাছে আর্জি, তারা যেন এই কাজের চাপ ও অন্যান্য দিকগুলো একটু নজর দেন।

সংঠনের সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্য়ায় বলেন, করোনার এই দ্বিতীয় ঢেউয়ে নার্সরা অনেক বেশি করোনা পজিটিভ(Covid Positive) হচ্ছেন। ফলে তাদের বাড়ির লোকজনও পজিটিভ হয়ে পড়ছেন। আবার আইসোলেশনে থেকে বা চিকিত্সা করিয়ে যখনই তাঁরা নেগেটিভ হচ্ছেন তখনই তাঁদের কাজে ডেকে নেওয়া হচ্ছে। এর ফলে তারা কোনও বিশ্রাম পাচ্ছেন না। করোনার একটা আফটার এফেক্ট থেকেই যাচ্ছে তাদের মধ্যে।

তিনি আরও বলেন, সমস্যার কথা স্বাস্থ্যভবনে(Swastha Bhaban) মেল করে জানানো হয়েছে। এখনও তার কোনও উত্তর আসেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা স্বাস্থ্য ভবন যাবেন বলে জানান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর