পরিবর্তন নয়, বাংলা নিজের মেয়েকে চায়! তৃনমুলের ফেরার ইঙ্গিত একাধিক বুথ ফেরত সমীক্ষায় - Bangla Hunt

পরিবর্তন নয়, বাংলা নিজের মেয়েকে চায়! তৃনমুলের ফেরার ইঙ্গিত একাধিক বুথ ফেরত সমীক্ষায়

By Bangla Hunt Desk - April 30, 2021

বাংলা হান্ট ডেক্সঃ পরিবর্তন নাকি বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলার সম্ভাব নির্বাচনের ফলাফল জানা যাবে আাগামী ২ মে। কিন্তু তার আগেই রাজ্যে শেষদফার ভোটগ্রহণ শেষ হতেই শুরু হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। সেই বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পাড়ে তৃণমূল কংগ্রেস। যা দেখে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপির আসন সংখ্যা বাড়লেও কার্যত ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে বাম কংগ্রেস ও আইএসএফ জোট।

 

এবিপি নিউজ-সি ভোটার

তৃণমূল কংগ্রেস-১৫২-১৬৪
বিজেপি-১০৯-১২১
বাম-১৪-২৫
অন্যান্য-০

টাইমস নাও-সি ভোটার

তৃণমূল কংগ্রেস-১৫৮
বিজেপি-১১৫
বাম-১৯
অন্যান্য-০

এনএন নিউজ 18

তৃণমূল কংগ্রেস-১৬২
বিজেপি-১১৫
বাম-১৫
অন্যান্য-০

P-MARQ-এর সমীক্ষা

তৃণমূল-১৫২-১৭২
বিজেপি-১১২-১৩২
বাম-১০-২০

যদিও কোথাও তৃণমূলকে এগিয়ে রাখা হলেও কোথাও এগিয়ে রাখা হয়েছে বিজেপিকেও। কোথাওবা দেওয়া হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষায় দেখাচ্ছে

রিপাবলিক টিভি-সিএনএক্স

তৃণমূল কংগ্রেস-১২৮-১৩৮
বিজেপি-১৩৮-১৪৮
সংযুক্ত মোর্চা-১১-২১
অন্যান্য-০

এদিকে বাংলায় বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিলেও , একধিক বুথ ফেরত সমীক্ষার প্রবণতা থেকে বলা যেতে পারে অসমে(Assam) ফিরছে বিজেপি(BJP)। পুদুচেরিতেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত। তামিলনাড়ুতে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে ডিএমকে-কে। পাশাপাশি কেরল ক্ষমতায় থাকছে এলডিএফ(LDF)।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর