অনুব্রত মণ্ডল কে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন - Bangla Hunt

অনুব্রত মণ্ডল কে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন

By Bangla Hunt Desk - April 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ভোটের আগে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন আজ বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি। বীরভূমে ভোটের আগে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ২৯ এপ্রিল শেষদফায় ভোট বীরভূমে।

আরো পড়ুন- যোগীরাজ্য ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা, ৬০ হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে বাংলায় অযোধ্যা দম্পতি

একধিক অভিযোগ জমা পড়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এমনটাই জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভিডিওগ্রাফি করা হবে। নজরদারিতে থাকবেন বাহিনীর জওয়ানরা। বীরভূমের জেলা সভাপতির সঙ্গে থাকবেন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশনের তরফ থেকে মঙ্গলবার তৃণমূলের এই দাপুটে নেতাকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মত কমিশনের নির্দেশিকা বীরভূম জেলা প্রশাসনের কাছে পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে। আর সেই নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার বিকাল পাঁচটা থেকেই তাকে নজরবন্দি করা হয়। নজরবন্দি করার জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় অনুব্রত মণ্ডলের বাড়িতে। ৪৮ ঘণ্টার বেশি সময়ের জন্য এই নজরবন্দি করা হচ্ছে অর্থাৎ তিনি নজরবন্দি থাকবেন ভোটের পর দিন সকাল ৭টা পর্যন্ত। তবে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও আমরা একাধিক নির্বাচনের ক্ষেত্রে এমন ঘটনা দেখেছি।

নজরবন্দি করার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তার প্রতিক্রিয়া জানিয়েছেন, “এটা রুটিন। এটা নির্বাচন কমিশনের রুটিন। ২০১৪ সাল থেকে খাতা খুলে ছিল। তারপর থেকেই রুটিন অনুযায়ী কাজ চলছে। তবে আমি এখনো কোনো রকম নোটিশ পাইনি। আমি শুধু টিভিতে খবর দেখলাম।”

২০১৬ বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের জন্য অনুব্রতকে নজরবন্দি করেছিল কমিশন। এমনকি তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল। কমিশনের পদক্ষেপ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, ‘ভোটের দিন বাড়ি থেকে অফিসে যাব, আর যা যা করি সবই করব। অসুবিধার কিছুই নেই। তবু খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে।’

প্রসঙ্গত, এদিনই কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের কার্যালয়ে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতবাবু। কেননা সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। কিন্তু এদিন অনুব্রতবাবু সিবিআইকে জানিয়ে দেন, তাঁর শরীর ভাল নেই। তার মধ্যে করোনার বাড়বাড়ন্ত। তাই এখনই সিবিআই দফতরে হাজির দেওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। কয়েকদিন পর তিনি নিজাম প্যালেসে যাবেন৷ উল্লেখ্য, এক্ষেত্রেও ভোটের আগে অনুব্রতকে সিবিআই দফতরে যেতে বারণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর