যোগীরাজ্য ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা, ৬০ হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে বাংলায় অযোধ্যা দম্পতি - Bangla Hunt

যোগীরাজ্য ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা, ৬০ হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে বাংলায় অযোধ্যা দম্পতি

By Bangla Hunt Desk - April 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ যোগীরাজ্য থেকে করোনা চিকিৎসা করাতে বাংলায় দম্পতি। উত্তরপ্রদেশের অযোধ্যার দম্পতি ভর্তি চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। ৬০ হাজার টাকায় অ্যাম্বুল্যান্স ভাড়া করে চুঁচুড়ায় দম্পতি। ‘গত সপ্তাহে ওই দম্পতির করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্ত্রী সমস্যা না থাকলেও স্বামীর শ্বাসকষ্ট শুরু হয়। উত্তরপ্রদেশের একাধিক হাসপাতালে চেষ্টা করেও মেলেনি অক্সিজেন। অবশেষে চুঁচুড়ায় আত্মীয়র সঙ্গে ফোনে কথা। তাঁর পরামর্শেই অযোধ্যা থেকে বাংলায় আসার সিদ্ধান্ত।’ জানিয়েছেন ওই দম্পতির আত্মীয়। বর্তমানে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অযোধ্যার ওই দম্পতি।

আরো পড়ুন- চাপড়া গ্রামীণ হাসপালের ভিতর থেকে উদ্ধার সকেট বোমা, চাঞ্চল্য এলাকায়

ঠিক কী ঘটেছে? সে মর্মান্তিক বাস্তব। যা বলতে গিয়ে বারবার চোখের জল ফেলছিলেন ওই চিকিৎসাধীন দম্পতির ঘনিষ্ঠ আত্মীয়রা। উত্তরপ্রদেশের অযোধ্যাতেই বহু বছর ধরে বাস করছেন ওই দম্পতি। লালজি যাদব কাজ করেন অযোধ্যার আদালতে। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। তার পরপরই স্ত্রী রেখাদেবীর দেহেও করোনার সংক্রমণ ধরা পড়ে। অযোধ্যাতেই চেষ্টা করেছিলেন চিকিৎসার জন্য। কিন্তু কাজ হয়নি। এরই মধ্যে লালজির দেহে অক্সিজেনের অভাব দেখা দিতে শুরু করে। একের পর এক হাসপাতাল, ডাক্তার ফিরিয়ে দেয়। মেলে না অক্সিজেন। এরপরই হুগলির মগরায় আত্মীয়দের বাড়ি ফোন করেন তাঁরা। সেখানেই মেলে ব্যবস্থার আশ্বাস… চিকিৎসার নিশ্চয়তা। ‘মমতারাজ্য’ থেকে আশ্বাস মিলতেই কপাল ঠুকে উত্তরপ্রদেশ ছেড়ে গত বৃহস্পতিবার রওনা দেন ওই দম্পতি ও তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়। ৬০ হাজার টাকায় অ্যাম্বুল্যান্স ভাড়া করে প্রায় ২৩ ঘণ্টার টানা যাত্রাশেষে শুক্রবার রাতে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে পৌঁছন। সঙ্গে সঙ্গে ভর্তি করে নেওয়া হয় যাদব দম্পতিকে। দেওয়া হয় অক্সিজেনও। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, লালজির অবস্থাই বেশি সঙ্কটজনক ছিল। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা।

চুঁচুড়ার নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই রোগী-দম্পতি অনেকটাই ভালো আছেন। সুচিকিৎসার খোঁজে ওই দম্পতির দীর্ঘ সফর ঘিরে ইতিমধ্যেই নানা গুঞ্জন শুরু হয়েছে। ভোটের বাংলায় যখন গেরুয়া শিবির নেতৃত্ব ‘ডবল ইঞ্জিন’ গুণকীর্তনের বেলুন লাগাতার ফুলিয়ে যাচ্ছেন, তখন ওই দম্পতি মমতার ‘সিঙ্গল ইঞ্জিন’ রাজ্যে চলে আসা প্রতিশ্রুতির ফানুস চুপসে দিচ্ছে বলেই দাবি তৃণমূলের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর