চাপড়া গ্রামীণ হাসপালের ভিতর থেকে উদ্ধার সকেট বোমা, চাঞ্চল্য এলাকায় - Bangla Hunt

চাপড়া গ্রামীণ হাসপালের ভিতর থেকে উদ্ধার সকেট বোমা, চাঞ্চল্য এলাকায়

By Bangla Hunt Desk - April 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ চাপড়া গ্রামীণ হাসপালের একটি পরিত্যক্ত জায়গা থেকে সকেট বোমা উদ্ধার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, সোমবার রাতে একটি গোপণ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। উদ্ধার হয় ৮-১০টি সকেট বোমা। চাপড়া থানার পুলিস বোমাগুলিকে আপাতত কড়া নজরদারির মধ্যে রেখেছে৷ বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে সেগুলি নিষ্ক্রিয় করবে বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ হাসপাতালে পরিত্যক্ত জায়গায় একটি বাক্স দেখতে পায়। তাতে ছিল ওই বোমা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বোমা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য মজুত করে রাখা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

নির্বাচন প্রক্রিয়া মোটের ওপর শান্তিপূর্ণ হলেও হাসপাতালে যেখানে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে রোগীরা, তার পাশেই ছিল এই বোমার বাক্সটি। ফলে যে কোনও মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা ঘিরে আতঙ্কিত এলাকার মানুষ। প্রশাসনিক কড়া নজরদারিতে নির্বাচনের মধ্যে কিন্তু কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশ্ন, তা হলে কি সেই সময় মজুত করা বোমা উদ্ধার হচ্ছে এখন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর