ভোট মিটতেই বালুরঘাট জেলা হাসপাতালে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য ভীড় জমিয়েছেন সাধারণ মানুষ - Bangla Hunt

ভোট মিটতেই বালুরঘাট জেলা হাসপাতালে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য ভীড় জমিয়েছেন সাধারণ মানুষ

By Bangla Hunt Desk - April 27, 2021

বালুরঘাটঃ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে ভাবে সংক্রমণ বাড়ছে, প্রত্যেক দিন ৩ লক্ষের ও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাতে তার মধ্যে দেশ জুড়ে করোনা চিকিৎসায় অক্সিজেনের অভাব আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এর পাশাপাশি চলছে টিকাকরণের
কাজও। এই পরিস্থিতিতে সরকার ১৮ বছর থেকে ৪৪ বছর বয়সীদের টিকা নেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যে ভ্যাকসিন নেওয়ার জন্য কো -উইন পোর্টালে রেজিষ্টার করে নির্দিষ্ট তারিখ ও সময়ে টিকাকরন কেন্দ্রে যেতে হবে। রাজ্যে করোনার সক্রমনের উর্দ্ধগতি সব দিকে লক্ষ্য রেখেই করোনার ভ্যাকসিনের টিকাকরন করতে সকাল থেকে বালুরঘাট জেলা হাসপাতালে ভীড় জমিয়েছেন ৪৫ উর্দ্ধো মানুষজন।

আজ দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালে গিয়ে এমন চিত্রের দেখা মিলল। যদিও জেলায় সব কটি হাসপাতাল ও উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত টিকাকরন যেমন চলছিল। তেমন ভাবেই চলছে। নেই কোন টিকার অভাব। জানা গেছে জেলা থেকে কোভীশিল্ড ও কোভ্যাকসিন দুধরনে ভ্যাকসিন টিকা গ্রাহকগনকে পর্যায় ক্রমে প্রদান করা হচ্ছে।

এদিকে ভোটের আগে যাও বা সক্রমনের হার কম লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের মিটিং মিছিলের জন্য সেই সক্রমনের হার উর্দ্ধমুখী হয়ে পড়েছে। যদিও গতবছর করোনা পরিস্থিতি উদ্ভবের পর সরকারি স্তরে পরে জেলা স্তরে কোভীডে আক্রান্তের হারের বুলে টিন জেলা প্রশাসনের তরফে প্রেস রিলিজ করে জানানো হচ্ছিল। কিন্তু করোনার দ্বীতিয় ঢেউ আছড়ে পরার পর তা জেলাস্তরে প্রকাশিত করা বন্ধ করে দেওয়া হয়েছে। যা বলবার রাজ্যস্তরের উপর মহল থেকে জানানো হবে বলে সুত্র মারফৎ জানা গেছে। যদিও এ ব্যাপারে জেলা স্বাস্থ্য দফতরের কোন আধিকারিক মুখ খুলতে নারাজ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর