বাড়ছে করোনা সংক্রমন, ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজারের বেশি - Bangla Hunt

বাড়ছে করোনা সংক্রমন, ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজারের বেশি

By Bangla Hunt Desk - April 09, 2021

দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই অবস্থায় গণহারে টিকা প্রদানের কাজ চললেও দেশের করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে নতুন করে অশনী সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৬৫ জন। এর ফলে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লক্ষ ৫ হাজার ২১ জন। করোনার মারণ কামড়ে প্রাণ হারিয়েছে ৬৮৪ জন। এখনও পর্যন্ত মারা গিয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর