প্রানে বাঁচতে হেলমেট পরে পালালেন প্রার্থী, তৃতীয় দফার ভোটে দিকে দিকে আক্রান্ত তৃণমূল প্রার্থীরা - Bangla Hunt

প্রানে বাঁচতে হেলমেট পরে পালালেন প্রার্থী, তৃতীয় দফার ভোটে দিকে দিকে আক্রান্ত তৃণমূল প্রার্থীরা

By Bangla Hunt Desk - April 07, 2021

বাংলা হান্ট ডেক্স ; তৃতীয় দফার ভোটে দিকে দিকে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। উলুবেড়িয়া উত্তর কেন্দ্র পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূলের প্রার্থী নির্মল মাজি। নির্মল মাজির গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয় ইঁট। ইঁটের আঘাতে গুরুতর আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী। আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রানে বাঁচতে হেলমেট পড়ে পালাতে হয় তৃণমূল প্রার্থীকে। তৃতীয় দফার ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হেলমেট পরে পালাতে হবে, এটা বোধহয় কেউ ভাবেননি। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে উলুবেড়িয়ায়।

আরো পড়ুন- গোঘাটে বিজেপি কর্মীর হাতে খুন তৃণমূলের বুথ সভাপতি, উত্তপ্ত হুগলির গোঘাট

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতা অঞ্চলের মুক্তিরচক গ্রামের ৭৮ নং বুথে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজি। তারপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। এই পরিস্থিতির মধ্যে রাজ্যের বিদায়ী মন্ত্রীকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। ইটের আঘাতে নির্মল মাজির নিরাপত্তারক্ষী জখম হয়েছেন। এমনকী তাঁর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজির অভিযোগ, ‘‌সকাল থেকেই আমতার মুক্তিরচকে বিজেপি বুথ দখল করার চেষ্টা করছিল। খবর পেয়েই আমি সেখানে যাই। তখন আমায় লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়। এরপর মাথা বাঁচাতে হেলমেট পড়ে এলাকা ছাড়তে হয় আমাকে’।

মঙ্গলবার তৃতীয় দফার ভোটে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের মুক্তিরচক এলাকায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, মুক্তিরচকে তাদের বুথে হামলা চলে। টেবিল–চেয়ার পুকুরে ফেলে দেওয়া হয়। সেই খবর পেয়ে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক নির্মল মাজি এলাকায় যান। অভিযোগ, এরপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার লোকজন। ছোড়া হয় ইঁট।

যদিও উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ রায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘ওই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোর করে বুথ দখলের চেষ্টা করছিল। তখনই বিজেপি কর্মীরা বাধা দেন। কোনও হামলা হয়নি।’’

তৃতীয় দফার ভোটে দিকে দিকে আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। আরামবাগে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁকে বাঁশ দিয়ে তাড়া করেন গ্রামবাসীরা। তাঁর মাথায় বাঁশের বাড়ি মারা হয়েেছ বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান। গ্রামবাসীদের অভিযোগ সুজাতা মণ্ডল মহিলা বাহিনী নিয়ে এসে গ্রামের মহিলােদর উপর চড়াও হয়েছিলেন। কোনও কারণ ছাড়াই তাঁদের মারধর করা হয়। তার জেরেই সুজাতাকে তাড়া করেন গ্রামবাসীরা। বিজেপির দাবি, সুজাতার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা মানুষের রাগের স্বতোঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর